গাজীপুরে ‘ছাদ থেকে লাফিয়ে পড়ে’ কারারক্ষীর স্ত্রীর মৃত্যু
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর প্রধান কারারক্ষী মিজানুর রহমানের স্ত্রী ফাতেমা বেগম (৪০) ‘ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে তার পরিবার।
বুধবার সকাল সোয়া সাতটার দিকে ওই কারাগারের বাইরে আবাসিক ভবনের বাইরে তার লাশ দেখনে পান পরিবারের সদস্যরা। তারা ধারণা করছেন, কয়কবছর ধরে মানসিক রোগে ভোগা ফাতেমা ছাদ থেকে লাফিয়ে পড়েই আত্মহত্যা করেছেন।
মিজানুর-ফাতেমা দম্পতির দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। মিজানুর রহমানের গ্রামের বাড়ি কুমিল্লায়।
কারারক্ষী মিজানুর রহমান জানান, “সকালে সবাই ঘুমিয়ে ছিলাম। হঠাৎ করে ডাক- চিৎকার শুনে জেগে ওঠে ভবনের নিচে এসে ফাতেমাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। পরে তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
তিনি আরো জানান, ফাতেমা ৭/৮ বছর যাবত মানসিক রোগে ভুগছিলেন। নিয়মিত চিকিৎসার পাশাপাশি তাকে হাসপাতালে রেখে প্রায় দুই মাস চিকিৎসা করানো হয়েছিল।
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, ফাতেমা বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।