ডেঙ্গু: চট্টগ্রামে প্রথম মৃত্যু
শনিবার ভোরে বন্দরনগরী চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে একজনের মৃত্যুর খবর জানা গেল। ৪৫ বছর বয়সী ছিলেন বাদশা মোল্লা সীতাকুণ্ড উপজেলার সলিমপুরের বাসিন্দা।
২২ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ডেঙ্গুসহ আরও কয়েকটি সমস্যা ছিল তার। হাসপাতালে ভর্তি করানোর পরই তার ডেঙ্গু ধরা পড়ে।
অবস্থা গুরুতর হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। শনিবার ভোর ৫টায় তিনি মারা যান বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের ডেঙ্গু কন্ট্রোল ইউনিটের মেডিকেল অফিসার ড. নুরুল হায়দার রোগীর মৃত্যু ডেঙ্গুর কারণে হয়েছে বলে নিশ্চিত করেছেন।
চট্টগ্রামের সিভিল সার্জনের অফিসের হিসাবে চট্টগ্রামে এ যাবত ১ হাজার ১১১ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী পাওয়া গেছে। তবে সেখানে ডেঙ্গুতে কারও মৃত্যুর ঘটনা এটাই প্রথম।