ডেঙ্গু মোকাবেলায় ২১ কোটি টাকা পাচ্ছে সিটি কর্পোরেশনগুলো
দেশজুড়ে ছড়িয়ে পড়া ডেঙ্গু মোকাবেলায় দেশের সিটি কর্পোরেশনগুলোকে ২১ কোটি টাকা দিচ্ছে সরকার।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় দেশের ১২টি সিটি কর্পোরেশনের মধ্যে এই টাকা ভাগ করে দেবে।
বুধবার সচিবালয়ে ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
তিনি বলেন, “ডেঙ্গু মোকাবিলা করার জন্য সিটি কর্পোরেশনগুলো যাতে ব্যয় করতে পারে সেজন্য টাকা দেওয়া হয়েছে। অন্যান্য সিটি করপোরেশগুলোর জন্য একটি অঙ্কের টাকা বরাদ্দ করে পাঠানো হয়েছে।”
মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ডেঙ্গু মোকাবিলায় ঢাকার দুই সিটি কর্পোরেশন প্রত্যেকে সাড়ে সাত কোটি টাকা করে পাচ্ছে।
গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে দেয়া হয়ে ১ কোটি টাকা করে। আর বাকী সিটি কর্পোরেশনগুলো প্রত্যেকে ৫০ লাখ টাকা করে পাচ্ছে।