ঢাকায় পুলিশের উপর হামলায় মামলা, আইএসের ‘দায় স্বীকার’
রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলামের গাড়ি লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপের ঘটনায় দুজন পুলিশ সদস্য আহত হবার ঘটনায় অজ্ঞাত কয়েক জনকে আসমি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার রাত পৌনে ১২টার দিকে নিউ মার্কেট থানার এসআই জহিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ শের আলম।
শনিবার রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা সায়েন্স ল্যাব মোড়ে এলজিআরডি মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে হাতে তৈরি বোমা আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) ছুঁড়ে মারে। এতে মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত দুজন পুলিশ সদস্য, এসআই শাহাবুদ্দিন ও কনস্টেবল আমিনুল আহত হন।
আহত দুই পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আইএসএর দায় স্বীকার
এদিকে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সায়েন্স ল্যাবে ঘটা হাতবোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে।
জঙ্গিদের ওপর নজর রাখা যুক্তরাষ্ট্রের সংগঠন সাইট ইনটেলিজেন্স তাদের এক টুইটার পোস্টে জানিয়েছে, বিস্ফোরণের কয়েক ঘণ্টা পরেই ঘটনার দায় স্বীকার করে নিয়েছে আইএস।