নির্মাণাধীণ ভবনে এডিস মশার লার্ভা পেলে ব্যবস্থা : মেয়র খোকন
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, নির্মাণাধীন ভবনে পানি জমে ডেঙ্গুর বাহক এডিস মশা জন্ম নিলে ভবনমালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সোমবার ঢাকা শিশু হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত শিশুদের দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।
তিনি জানান, এই পদক্ষেপের অংশ হিসেবে সোমবার থেকেই বিশেষ মোবাইল কোর্ট চালু করা হবে যারা ডেঙ্গুর ভয় সম্পুর্ণ দূর না হওয়া পর্যন্ত অভিযান চালাবে।
তিনি বলেন, ভবন মালিকদের তিনি এর আগে বহুবার নিজেদের বাড়িঘরের আঙিনা পরিচ্ছন্ন রাখার জন্য অনুরোধ করেছিলেন তবে তারা কর্ণপাত করেনি।
মেয়র জানান, ডেঙ্গুর চিকিৎসায় সিটি কর্পোরেশন থেকে ৬৮টি মেডিকেল টিম বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা সেবা দিচ্ছে। নাগরিকদের কারও ডেঙ্গু ধরা পড়লে এই টিমটি তাদের হাসপাতলে পাঠানোর ক্ষেত্রে সহায়তা করছে।
এসময় মেয়র খোকনের সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ মোহাম্মদ শরীফ আহমেদ উপস্থিত ছিলেন।