বিডি হাব সিডনির ‘অকশন ব্রিজ টুর্নামেন্ট’ চলছে
বাংলাদেশ কমিউনিটি হাব সিডনি পরিচিত বিডি হাব সিডনি নামে। বিডি হাব কমিউনিটি হলে আয়োজন করেছে অকশন ব্রিজ টুর্নামেন্ট। ১২ মার্চ শনিবার শুরু হয়েছে এ টুর্নামেন্ট। দুটি গ্রুপে মোট দশটি টিম এতে অংশ নিচ্ছে। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে আগামী ১৯ মার্চ। ওই দিন অনুষ্ঠান শুরু হবে বিকাল ৪টায়, চলবে রাত ৯টা পর্যন্ত। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে হবে প্রীতিভোজ।
অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে টিম বিডিহাব, টিম মিন্টো লায়ন্স, টিম বিডি থান্ডার, টিম দুই আনাড়ি, টিম ব্রিজবেইজ, টিম পুষ্পা দ্য ওয়ারিয়রস, টিম ওভারট্রাম্প, টিম সিডনি টাইগার্স, টিম ব্রিজবয়েজ ও টিম গ্রান্ড মাস্টার।
উল্লেখ্য, আগেও বিডি হাব বেশ কয়েকটি সফল অনুষ্ঠানের আয়োজন করে পরিচিতি পেয়েছে সাউথ ইস্ট এলাকায়। নবীন ও প্রবীণদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা ও বিনোদন অনুষ্ঠানের আয়োজন করে বিডি হাব। গেল ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আয়োজন করেছিল ক্যারম টুর্নামেন্ট। একক ও দ্বৈত বিভাগে আটটি দল এতে অংশ নেয়। বিডি হাবের নিজস্ব ভবনে ২৭ ফেব্রুয়ারি ক্যারম প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।