গুগল ম্যাপে যুক্ত হচ্ছে একগুচ্ছ নতুন ফিচার
বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের আধিপত্যের বড় কারণ, এখানে ব্যবহারকারীদের সক্রিয় উপস্থিতি থাকে। গুগল ম্যাপস এবার সেই নীতিই অনুসরণ করতে চলেছে। ব্যবহারকারীরা নিজেরাই যুক্ত করে ব্যবহার করতে পারবে (ইউজার জেনারেটেড কনটেন্ট) এমন সব নতুন নতুন ফিচারের পরিকল্পনা সাজিয়েছে অ্যাপ্লিকেশনটি।
গত বৃহস্পতিবার তারই কিছুটা প্রকাশ করেছে গুগল। যেমন- ব্যবহারকারী যে সব জায়গায় ভ্রমণ করছেন এখন থেকে তার ছবি শেয়ার করতে পারবেন।
আসলে গত কয়েকটা মাস ধরেই গুগল নতুক এসব ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছিল। মানুষ যেন গুগল ম্যাপকে শুধুমাত্র জায়গা চেনার মাধ্যম হিসেবে ব্যবহারে সীমাবদ্ধ না থাকে, সে ব্যাপারে সতর্ক হয়েছে গুগল কর্তৃপক্ষ।
আর তাই লোকজন যেন জায়গার জন্য গুগল ম্যাপ নয় বরং গুগল ম্যাপ থেকে জায়গা পছন্দ করে কোথাও ঘুরতে যেতে পারে সে সুযোগ আনার কথা ভাবছে টেক জায়ান্টটি। পাশাপাশি কোন স্থানে স্থানীয় ব্যবসায়ীদের সাথে যেন যোগাযোগের একটা পথ তৈরী হয়, গন্তব্যস্থলে যাবার সবচেয়ে সহজ পথ চেনানো, পার্কিং এর ব্যবস্থা কেমন এবং সেখানকার অভিজ্ঞতা অন্যদের সাথে শেয়ারের মত ফিচারগুলোও যোগ হবে।
অ্যাপ্লিকেশনটি গত সেপ্টেম্বরে কোভিড পরিস্থিতিতেও নিজেদের আপডেটেড রেখেছিল। করোনাভাইরাস প্রবণ এলাকা সনাক্ত করা যাচ্ছিল ম্যাপ দেখেই।
গুগল জানিয়েছে, তাদের এখন ১৫ কোটি 'লোকাল (স্থানীয়) গাইড' রয়েছেন যারা প্রতিনিয়ত বিভিন্ন জায়গার রিভিউ, ছবি এবং তথ্য প্রদানের মাধ্যমে অবদান রেখে চলেছেন। গত বছর এই লোকাল গাইডরা মিলে প্ল্যাটফর্মটিতে ৮০ লাখ নতুন স্থান সংযুক্ত করেন।
এক বিবৃতিতে গুগল জানায়,"যেভাবে সবকিছু বদলে যাচ্ছে, তাতে করে আমাদের গ্রাহকেরাও এখন হালনাগাদ তথ্যের জন্য আমাদের ওপর অনেক বেশি নির্ভরশীল। সবচেয়ে কাছের রেস্তরাঁ খুঁজে নিতে বা স্থানীয় মুদি দোকানের সন্ধানেও তারা আমাদের অ্যাপ্লিকেশনটির শরণাপন্ন হচ্ছেন"।
গুগল কর্তৃপক্ষ তাদের নতুন 'ফটো আপডেট' ফিচারটি নিয়ে বেশ উচ্ছ্বসিত।
শুধু রেস্টুরেন্টের নাম নয়, গ্রাহক সেটি দেখতে কেমন, ভেতরে বাইরে বসার পরিবেশ কেমন-এসবও এখন থেকে জানতে পারবেন। মজার বিষয় হলো, এসব তথ্য তারাই আপডেট করবেন।
এর জন্য কোথাও যাবার পর নতুন 'আপডেট' অপশনটিতে গিয়ে শুধু স্থানের ছবি এবং ক্যাপশন লিখে দিলেই হবে; কোন দীর্ঘ রিভিউ কিংবা রেটিং দেয়ার প্রয়োজন নেই।
গুগল ম্যাপস অ্যাপ্লিকেশনটি রাস্তা পরিবর্তনের অপশনগুলোও আগের চেয়ে সহসবোধ্য করে তুলছে। গ্রাহক নিজেই এখন থেকে যাতায়াতের পথের ভুল-ত্রুটিগুলো চিহ্নিত করতে পারবেন, সড়কের নতুন নামকরণ হলে তা লিখতে পারবেন , 'এডিট দ্য ম্যাপ' অপশনে গিয়ে সেই রাস্তার উল্লেখযোগ্য কোন নিদর্শন এঁকে দেখাতে পারবেন, এমনকি ভুল্ভাল রাস্তাগুলো মুছেও ফেলতে পারবেন।
তবে সাবধান! ভুল তথ্য দিলে আক্কেল-সেলামীও গুণতে হবে। অন্যদের জন্য এসব হালনাগাদ তথ্য প্রকাশের আগে গুগল নিজে তথ্যের সত্যতা যাচাই করে দেখবে।
এসব ফিচার উপভোগ এবং স্থানীয়দের মাঝে গুগল ম্যাপের ব্যবহার বাড়াতে সামনে মজার মজার সব আয়োজন নিয়ে আসছে প্রযুক্তি প্ল্যাটফর্মটি। যেমন- 'লোকাল লাভ চ্যালেঞ্জ' নামের প্রতিযোগিতাটির মাধ্যমে এন্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের বেশি করে নিজের এলাকার রাস্তাঘাট ও বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য প্রদান করতে উৎসাহিত করা হবে। লক্ষ্য থাকবে এক মাসের ভেতর এক লাখ নতুন লোকেশন যোগ।
সূত্র: সিএনএন