ছবির গল্প: হস্তশিল্পের ক্যানভাস
প্রযুক্তির সঙ্গে প্রতিযোগিতা করে ক্রমেই হারিয়ে যাচ্ছেন আমাদের ঐতিহ্য আর শিকড়ের হস্তশিল্প। আধুনিক সময়ে তেমন আর দেখা যায় না কামার-কুমারের হাতে তৈরি প্রয়োজনীয় জিনিসপত্র।
কাঁচামালের অভাব আর সঠিক দাম না পাওয়ার কারণে আগ্রহ হারাচ্ছেন এসবের কারিগররা।
তবু বাংলাদেশের বেশকিছু জায়গায় এখনো কোনোরকমে টিকে রয়েছে বিভিন্ন ধরনের হস্তশিল্প তৈরির কাজ। যারা শুধু আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখেননি, নিজেদের জীবিকার প্রয়োজনেও এই পেশাতেই রয়ে গেছেন।
দেশের বিভিন্ন জায়গায় ঘুরে এমন কিছু হস্তশিল্পের ছবি তুলেছেন বগুড়ার নাঈম ইসলাম। তিনি ২০১৮ সাল থেকে ফটোগ্রাফি করেন। বর্তমানে পেশাদার ফটোগ্রাফার হিসেবে কাজ করছেন।
তার ক্যামেরার চোখে চলুন দেখা যাক কিছু হস্তশিল্পের ছবি। এগুলো বগুড়ার শেরপুর ও ধনুট উপজেলা থেকে তোলা।