বিশ্ব সেরা ১০ বিলিয়নিয়ারের শখ
অতি-ধনীদের মধ্যেও যারা সবার শীর্ষে এমন ১০ জন ব্যক্তির মধ্যে আছেন শিল্পপতি, মহাকায় প্রযুক্তি উদ্যোগের প্রতিষ্ঠাতা, বিনিয়োগকারী আর শীর্ষ নির্বাহীরা। নিজ গুণের কারণে তারা প্রত্যেকেই একে-অপর থেকে অনেকখানি আলাদা।
সম্পদ অর্জনের উৎসের মতোই এসব ধনীর শখও একে-অপর থেকে অনেক স্বতন্ত্র। ব্রিজ খেলা থেকে শুরু করে বন্য বরাহ শিকার বা ঢেউয়ের উপর কাইটবোর্ডিং করা- বিশ্ব সেরা ১০ ধনীর নানাবিধ এমন সব শখের কথা জানাতেই এ আয়োজন:
জেফ বেজোস: সাগরে যিনি খুঁজে বেড়ান মহাশূন্যযান
না, ভিন গ্রহের প্রাণীরা মোটেই সাগরে তাদের আকাশযান লুকিয়ে রাখেনি। বেজোস বরং খোঁজেন মহাশূন্য থেকে পৃথিবীতে ফিরে আসা নাসার পাঠানো মহাশন্যযানের পরিত্যাক্ত অংশ।
ব্যাপারটা অনেকটা এরকম। বেশিরভাগ রকেট শাটলসহ মহাশূন্যে ওঠার সময় পৃথিবীর মধ্যাকর্ষণ কমাতে ওজন কমায়, এজন্য জ্বালানি খালি হওয়া মাত্র খসে পড়ে বুস্টার রকেট। স্থলভাগে এসব খসে পড়া অংশ মারাত্মক ক্ষয়ক্ষতি সৃষ্টি করতে পারে। তাই গতিপথ এমনভাবে তৈরি করা হয়, যাতে এগুলো পড়ে সমুদ্রে।
পৃথিবীর সবার সেরা ধনী বেজোসের শখ হলো; ডুবোজাহাজের একদল কর্মীর সাহায্যে এসব ঐতিহাসিক অভিযাত্রার নিদর্শন সাগরতল থেকে উদ্ধার করা। একবার তিনি এমনই একটি রকেটের সন্ধানে টানা তিন সপ্তাহ পানির তলার অভিযানে অংশ নেন বলে জানা যায়।
ইলন মাস্ক: বই পড়া, গেমিং আর জমিয়ে সিরিয়াল দেখা
সাউথ চায়না মর্নিং পোস্ট সূত্রে জানা যায়, টেসলা মুখ্য নির্বাহী ইলন মাস্ক হচ্ছেন একজন 'চিহ্নিত বইয়ের পোকা।' বই পড়ে অবসর কাটানো মাস্কের দারুণ পছন্দ। 'দ্য হিচিকার'স গাইড টু গ্যালাক্সি' কল্প-বিজ্ঞান সিরিজের বই তার জীবনের শুরুতেই বড় প্রভাব ফেলে বলে তিনি দাবি করেন।
এছাড়া মাস্ক আবার একজন নিবেদিতপ্রাণ ভিডিও গেমার। সুযোগ পেলেই হাতে কন্ট্রোলার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি নিয়ে আগ্রহই তাকে গেমিং প্রিয় করেছে বলে জানান মাস্ক। তার প্রিয় গেম হচ্ছে; ডিউস এক্স, ফলআউট ও বায়োশক।
তাছাড়া, জমিয়ে জমিয়ে একসাথে অনেক টিভি সিরিজের পর্ব দেখে ফেলেন বিখ্যাত এই উদ্যোক্তা। একে বলা বলে বিঞ্জেওয়াচ। বেশিরভাগ সময়েই নেটফ্লিক্স আর এইচবিও সিরিজগুলো তিনি এভাবে দেখেন। ফোর্বস জানায়, ঐতিহাসিক ডকুমেন্টারির পাশাপাশি অ্যানিমে সিরিজও তার খুবই পছন্দ।
বিল গেটস: ব্রিজ খেলাতেই তার আনন্দ
টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক সাক্ষাৎকারে বিলিয়নিয়ার সমাজসেবী বিল গেটস জানান, বয়স যে বেড়েছে তা আর অস্বীকার করার উপায় নেই। এজন্যেই এখন নিজের দাতব্য ফাউন্ডেশনের ব্যস্ততা আর পরিবার-পরিজনকে দেওয়া সময়ের মধ্যে তিনি সামঞ্জস্য বজায় রেখে চলছেন।
মাইক্রোসফট মুখ্য নির্বাহীর প্রিয় শখ হলো বিশ্বের সেরা বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের সঙ্গে ব্রিজ খেলা। সময় করে দুজনের দেখা হলেই হলো, ব্যস শুরু হয় খেলা আর তার সঙ্গে নানা প্রসঙ্গে আলাপ-আলোচনা।
এছাড়া, বই পড়া, ভ্রমণ আর টেনিস খেলাও বিলের অবসরের সঙ্গী। টেনিস খেলা থেকেও তিনি দাতব্য কাজে এগিয়ে আসার অনুপ্রেরণা পেয়েছিলেন।
মার্ক জাকারবার্গ: আনন্দ আর মনঃসংযোগ বাড়াতে শিকার করতে পছন্দ করেন
তীর-ধনুক দিয়ে বন্য বরাহ শিকারের বিচিত্র শখ ফেসবুক সিইও মার্ক জাকারগার্গের।
মার্কিন কৃষি সংস্থা- ইউএসডিএ'র নির্দেশনা মেনে তিনি আগ্রাসী প্রজাতির প্রাণী এই শুকরগুলোর সংখ্যাবৃদ্ধির ঠেকানোর চেষ্টা করেন। পরিবেশের জন্য যা খুবই ভালো। কারণ, টেক্সাসের মতো যুক্তরাষ্ট্রের বেশকিছু অঙ্গরাজ্যে এই বরাহের দল হয়ে উঠেছে স্থানীয় প্রজাতির প্রাণী এবং প্রাকৃতিক বাস্তুসংস্থানের বিপর্যয়ের কারণ। জেন্টলম্যান জার্নাল জাকারবার্গের এই শখ সম্পর্কে জানিয়েছে।
জাকারবার্গ বলেন, ধনুকের মাধ্যমে শিকার তার ধৈর্য ও একগ্রতা বৃদ্ধি করে।
তিনি ফেন্সিং বা অসি চালানোও পছন্দ করেন। স্কুলে থাকতে তিনি একজন ভালো ফেন্সারই ছিলেন।
বের্নাদ আর্নল্ট: টেনিস খেলা ও শরীরচর্যা
মাল্টি-বিলিয়ন ডলার সম্পদের অধিকারী এই ফরাসি ব্যবসায়ীকে প্রায়শ'ই টেনিস কোর্টে দেখা যায়। অনেক টেনিস ম্যাচের দর্শকসারির ভিআইপি বক্সেও চোখে পড়ে তার উপস্থিতি। সেলিব্রেটি ফান ফ্যাক্টস ক্রীড়াটির প্রতি তার এই আকর্ষণের কথা জানায়।
ময়েট হেনেসি লুইস ভিটো কোম্পানির এই মালিক শিল্পেরও কদর করেন। শিশুকালেই পিয়ানো বাজানোতে হাতেখড়ি হয় তার। তিনি একজন প্রশিক্ষিত ধ্রুপদী পিয়ানো বাদক। অবসরে পিয়ানো বাজানোও তাই তার আরেকটি শখ। মায়ের আগ্রহ থেকেই সঙ্গীত আর সুরের প্রতি আর্নল্টের এই ভালোবাসা।
ওয়ারেন বাফেট: উকুলেলে বাজানোয় মজেন ওমাহার এই ভবিষ্যৎদ্রষ্টা
বিশ্বখ্যাত বিনিয়োগ সংস্থা বার্কশায়ার হ্যাথওয়ের এ মুখ্য নির্বাহী উকুলেলে নামক এক বাদ্যযন্ত্র বাজানোয় পারদর্শী। এমনকি টেলিভিশনে তা সরাসরি সম্প্রচারিতও হয়েছে। দাতব্য তহবিল সংগ্রহের অনুষ্ঠান আর বিনিয়োগকারীদের সামনেও তিনি অনেকবার এর বাজনা পরিবেশন করেছেন।
এছাড়া, ব্রিজ খেলে তিনি নিজের ক্ষুরধার মেধাকে তীক্ষ্ম রাখেন বলে জানা গেছে দ্য ইন্টারপ্রেনার সূত্রে।
কাছের বন্ধু বিল গেটসের সঙ্গেই মাঝেমধ্যেই ব্রিজ খেলা হয় তার। সিএনএন মানিকে দেওয়া এক সাক্ষাৎকারে অবশ্য ওয়ারেন জানান, বিগত ১৫ বছরে তিনি ৯৫ শতাংশ বার অনলাইনেই ব্রিজ খেলেছেন।
ল্যারি পেজ: অবসরে যান কাইটবোর্ডিং করতে
গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ঘরের বাইরের রোমাঞ্চকর ক্রীড়ার বড় ভক্ত। এর মধ্যে তার সবচেয়ে পছন্দ কাইটবোর্ডিং। এটাই তার মধ্যে নতুন উদ্দীপনা যোগ করে।
বর্নরিচ সূত্রে জানা গেছে, আলাস্কা এবং আরেক বিলিয়নিয়ার রিচার্ড ব্রনসনের ব্যক্তিগত মালিকানায় থাকা নেকার দ্বীপে তিনি প্রায়ই কাইটবোর্ডিং করতে যান।
সের্গেই ব্রিন: শারীরিক সক্ষমতাকে চূড়ান্ত পর্যায়ে নিতেই তার রোমাঞ্চ
অবসর সময়ে গুগলের আরেক সহ-প্রতিষ্ঠাতা তার শরীরেকে সর্বোচ্চ সীমায় ঠেলে দিয়েই অপার আনন্দ লাভ করেন। এজন্য তার পছন্দের ক্রীড়া অনেক। রোলার হকি, ফ্রিসবি, জিমন্যাস্টিকস, স্প্রিংবোর্ড ডাইভিং এবং অনেক উচ্চতায় দড়িতে ঝোলার খেলা ট্রিপেজেও আছে এ তালিকায়।
তিনি বিজনেস ইনসাইডারকে জানান, 'আমি অনেক ধরনের অ্যারোব্যাটিক ক্রীড়া পছন্দ করি।'
স্টিভ বলমার: নেটফ্লিক্স দেখা আর গলফ খেলা
বিজনেস ইনসাইডারে প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে মাইক্রোসফট থেকে অবসর নেওয়ার পর থেকেই গলফ খেলে আর স্ট্রিমিং সেবা নেটফ্লিক্সের বিনোদন কন্টেট দেখতে দেখতেই বেশ ভালো সময় কাটাচ্ছেন তিনি।
অবসরের আগেও নেটফ্লিক্সের 'দ্য গুড ওয়াইফ' সিরিয়াল মাঝে মধ্যে দেখে অবসর কাটাতেন বলমার। এই সময়ে তিনি ধারাবাহিক নাটিকাটির ১০০ পর্ব দেখার কথা স্বীকার করেছেন।
মুকেশ আম্বানি: পছন্দ যার বলিউড
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি পুরানো হিন্দি চলচ্চিত্র দেখা এবং পুরানো হিন্দি সংগীত শুনতে ভালোবাসেন।
স্টাইল ম্যাগাজিনে সূত্রে জানা যায়, গাড়ি সংগ্রহের ক্ষেত্রেও রয়েছে তার আকর্ষণ। বর্তমানে তার সংগ্রহে আছে প্রায় ১৭০টি গাড়ি।
সংগ্রহের মধ্যে কিছু গাড়ির কথা বিশেষভাবে উল্লেখ করার মতো। যেমন; একটি বুলেটপ্রফ বিএমডব্লিউ ৬৭০লি কার। গাড়িটি ভারতে ব্যবহারের জন্য তিনি প্রায় আড়াই লাখ ডলারে রেজিস্ট্রেশন করিয়েছেন। আরো আছে একটি অ্যাস্টন মার্টিন র্যাপিডে, একটি রোলস রয়েস ফ্যান্টম এবং একটি কন্টিনেন্টাল ফ্লাইং স্পার।