বেকার আইডিয়া: করোনাকালে আশাবাদের শিল্প প্রদর্শনী
করোনাভাইরাস এখনো অদৃশ্য রক্তচক্ষুতে তাকিয়ে আছে আমাদের দিকে। একান্ত বাধ্য না হলে ঘরের বাইরে পা ফেলা বারণ। দৃশ্যত গণ-কারাবন্দী জীবনের এ অদ্ভুত বাস্তবতার সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়েছে এই বৈশ্বিক মহামারি।
এমনই প্রতিকূল সময়ে ভার্চুয়াল দুনিয়া হয়ে উঠেছে পরস্পর যোগাযোগ ও কর্মকাণ্ডের অন্যতম প্রধান সহায়। সামাজিক যোগাযোগ মাধ্যমের নিউজ ফিড ভরে উঠছে শোকবার্তা, প্রতিবাদ ভাষ্য, সৃজনশীলতা-সহ আত্মপ্রকাশ এবং অন্যদের সঙ্গে জীবন ভাগাভাগি করে নেওয়ার নানা পোস্টে।
চিত্রকর্ম, চলচ্চিত্র, আলোকচিত্র প্রদর্শনীর বিকল্প মাধ্যম থেকে যেন আপাতত প্রধান মাধ্যমই হয়ে উঠেছে ভার্চুয়াল প্লাটফর্ম।
এমনই এক প্লাটফর্মে শুরু হয়েছে নানা মাধ্যমের ২৩ তরুণ ও উদীয়মান শিল্পীর ৪৩টি শিল্পকর্মের প্রদর্শনী, 'বেকার আইডিয়া'। ২০১৮ সালে প্রতিষ্ঠিত চিত্র সংগ্রহশালা 'কিং-কর্তব্য'র (kingকর্তব্য) আয়োজনে ১০ জুলাই শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ১ আগস্ট পর্যন্ত। সহযোগী আয়োজক ইএমকে সেন্টার।
কেন এ আয়োজন...
প্রদর্শনীর উদ্দেশ্য সম্পর্কে এর মূল উদ্যোক্তা মেহেদী হাসান বলেন, "কোয়ারেন্টিন সময়ে আমরা প্রায় সবাই ঘরে বন্দী। অনেকেরই 'ওয়ার্ক ফ্রম হোম', যার কারণে আমাদের প্রতিদিন ব্যবহারের অনেক কিছুই বেকার হয়ে পড়ে আছে। কতদিন ব্যবহার হয় না হাতঘড়ি, সানগ্লাস, মেকআপ বক্স- এমন অনেক কিছুই, যার সবই পড়ে আছে ঘরের কোণে।'
'এই পড়ে থাকা বেকার জিনিসগুলোকে আবার জীবন দেওয়া যায় কি না ভিন্ন কোনো রূপে, আমরা নিজেরাও এক ধরনের মানসিক চাপে আছি, সেখানেও কিছুটা রিলিফ দেওয়া যায় কি না- এমন চিন্তা থেকে এই প্রকল্পের জন্ম।'
"যেহেতু আমরা 'বেকার' জিনিস নিয়েই 'আইডিয়া' করছি, তাই এই প্রজেক্টের নাম বেকার আইডিয়া (বেকারidea)', জানালেন তিনি।
অনলাইন প্রদর্শনীটিতে পেইন্টিং, ইনস্টলেশন, ফটোগ্রাফি, মিক্সড মিডিয়া, ডিজিটাল ও ভিডিও আর্ট- এই ছয়টি মাধ্যমের শিল্পকর্ম দেখানো হচ্ছে।
শিল্পীর মুখ, শিল্পের দায়...
কিং-কর্তব্যের ফেসবুক পেজ থেকে 'ওপেন কলে'র মাধ্যমে শিল্পী ও শিল্পকর্ম নির্বাচন করা হয়েছে। প্রতিদিন একজন করে শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। এছাড়াও সকল শিল্পীর শিল্পকর্মই পুরো এক্সিবিশনজুড়ে দেখা যাবে।
প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীরা হলেন- শবনম শুভা, আল নাসির সবুজ, আরজিনা আহাসান, জিন্নাতুন জান্নাত, এআর তামজিদ, তারানা হালিম, তানিয়া রহমান রোশনী, পিযুষ তালুকদার, সাদিয়া আরিফিন শান্তা, রমিজ শাহী, এন জামান বাবু, রকিব আনোয়ার, রকিবুল হোসেন রুদ্র, সারা জাবিন, মৃৎমন্দির রায়, জাহাঙ্গীর আলম, তাহসিন, অপরাজিতা রহমান, আনিকা রায়, দোলন কুণ্ডু, আজিজী ফাওমি খান, রেদোয়ান আহমেদ আরাফ ও মেহেদী হাসান।
'এই প্রদর্শনীর মাধ্যমে আমরা জানাতে চাই, বৈশ্বিক মহামারির সময়েও হতাশ হবার কিছু নেই। আমরা বা আমাদের কোনো কিছুই বেকার নয়। এই সময় একদিন কেটে যাবে; আসবে আবার সুদিন। তাই যেন নতুন করে নিজেকে জানি, নতুন করে ভাবতে শিখি', জানালেন মেহেদী।
প্রদর্শনীটি দেখার লিংক:
ফেসবুক: https://www.facebook.com/Kingকর্তব্য-393334687880624/
ইনস্টাগ্রাম: https://instagram.com/kingkortobbyo?igshid=i0vbml38e3v5