এসকে সুরের বাসা থেকে নগদ ১৬ লাখ টাকা, ৪ কোটি টাকার সঞ্চয়পত্র, বীমার কাগজ উদ্ধার
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এসকে) সুর চৌধুরীর বাসায় অভিযান চালিয়ে ১৬ লাখ ২৫ হাজার টাকা, সঞ্চয়পত্র ও বিমার প্রায় চার কোটি টাকার কাগজপত্র উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার (১৯ জানুয়ারি) ধানমন্ডিতে তার বাসায় অভিযান চালায় দুদক।
দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সায়েমুজ্জামান টিবিএসকে বলেন, 'তার তিনটি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে। তিনি যেখানে বসবাস করতেন, সেখানে অভিযান চালানো হয়েছে। নগদ টাকা, সঞ্চয়পত্র ও বিমার কাগজপত্র এবং ২৭টি ব্যাংক হিসাবের চেকবই পাওয়া গেছে।'
তিনি আরও বলেন, 'যে ফ্ল্যাটে অভিযান চালানো হয়েছে তা ৪৪০০ স্কয়ার ফিটের। এছাড়া পশ্চিম রামপুরা ও সেগুনবাগিচায় আরও দুইটি ফ্ল্যাট রয়েছে।তার স্বর্ণ বাংলাদেশ ব্যাংকের লকারে রাখা আছে। সেখান থেকে যেন তিনি না তুলতে পারেন সেজন্য বাংলাদেশ ব্যাংককে আমরা জানিয়েছি।'