ভিঞ্চির বিরল পাণ্ডুলিপির মালিক বিল গেটস, এর আর্থিক মূল্য এখন কত?
তিন দশকেরও বেশি সময় ধরে ফোর্বসের প্রতিবেদকরা পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের সম্পদের আর্থিক মূল্য বের করে আসছেন। তাদের ব্যবসায়িক সাম্রাজ্য, অধিকৃত শিল্পকর্ম, ব্যক্তিগত দ্বীপ এবং আরও অনেক সম্পদের মূল্য ডলারে নির্ধারণের চেষ্টা করেছেন তারা।
কিছুদিন আগেই ফোর্বস এ বছরের বিশ্বসেরা ৪০০ ধনী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে। সেইসঙ্গে ধনী ব্যক্তিদের মালিকানাধীন সবচেয়ে অনন্য সম্পদগুলোর মূল্য নির্ধারণে 'প্রাইসলেস' নামে নতুন একটি সিরিজও চালু করেছে ম্যাগাজিনটি।
তবে ফোর্বস কীভাবে একটি শিল্পকর্মের মূল্য অনুমান করে থাকে? সে এক জটিল বিশ্লেষণ প্রক্রিয়া!
সম্প্রতি 'প্রাইসলেস'-এর একটি পর্বে, ফোর্বস লিওনার্দো দা ভিঞ্চির একমাত্র পাণ্ডুলিপি 'কোডেক্স লেইস্টার'-এর আর্থিক মূল্য অনুমান করেছে। ভিঞ্চির নিজের হাতে লেখা এই পাণ্ডুলিপিটি পাঁচ শতাব্দীরও বেশি সময় ধরে ব্যক্তিগত সম্পদ হিসেবে রয়েছে।
১৯৯৪ সালে ফোর্বসের ৪০০ ধনী ব্যক্তির তালিকাভুক্ত আরমান্ড হ্যামার, বিক্রির জন্য নিলামে উঠিয়েছিলেন ভিঞ্চির বিজ্ঞান সম্পর্কিত বিশ্লেষণাত্বক পাণ্ডুলুপি কোডেক্স লেইস্টার।
আর শিল্পটির নতুন ক্রেতা ছিলেন সে বছর বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।
সেই সময়ে, ৩৯ বছর বয়সী গেটস শিল্পকর্মটির বিনিময় মূল্য হিসেবে দিয়েছিলেন ৩০.৮ মিলিয়ন ডলার।
কিন্তু আজ এর আর্থিক মূল্য কত দাঁড়াবে? এটি বোঝার জন্য ফোর্বস দুর্লভ বই, পাণ্ডুলিপি এবং পুরানো শিল্পকর্ম নিয়ে বিশ্লেষণ করেছে; কথা বলেছে বিশেষজ্ঞ ও অভিজ্ঞ মানুষদের সঙ্গেও, যাদের পুরনো শিল্পকর্ম নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
বিশেষজ্ঞ রবার্ট সাইমন, কোডেক্স লেইস্টারকে ভিঞ্চির অন্য শিল্পকর্মের তুলনায় বেশি মূল্যবান হিসেবে মন্তব্য করেন। ভিঞ্চি ও মাইকেল অ্যাঞ্জেলাসহ বিখ্যাত শিল্পীদের শিল্পকর্ম বিশ্লেষণ ও নিলামে বিক্রির কাজে সংশ্লিষ্ট থাকার অভিজ্ঞতা রয়েছে 'রবার্ট সাইমন ফাইন আর্ট'-এর প্রতিষ্ঠাতা শিল্প বিশ্লেষক সাইমনের। ১৯৯৩ সালে আরমান্ড হ্যামার মিউজিয়াম তাকে ভিঞ্চির এই পাণ্ডুলিপির মূল্য নির্ধারণের দায়িত্ব দিলে, তিনি এর মূল্য বলেছিলেন ৫০ মিলিয়ন ডলার।
রবার্ট সাইমন ছাড়াও আরও বেশ কয়েকজন বিশেষজ্ঞের মতামত নিয়েছে ফোবর্স। অনেকেই এই অমূল্য শিল্পকর্মের মূল্য নির্ধারণে দ্বিধাদ্বন্দ্বে পড়েছিলেন। অবশেষে, পাণ্ডুলিপিটির বয়স, বিরলতা ও অন্যান্য গুরুত্ব বিবেচনায় ১৩০ মিলিয়ন ডলারে মূল্য নির্ধারণ করা হয়।
ফোর্বসের অনুমিত এই মূল্য কোডেক্স লেইস্টারকে বিশ্বের অন্যতম দামি শিল্পকর্মের মর্যাদায় ভূষিত করেছে।
- সূত্র- ফোর্বস