স্বর্ণ-আসক্ত ভারতীয় খনি শিল্পপতির বিলাসী জীবনযাপন
কথায় আছে, ভাগ্যলক্ষ্মীর আশীর্বাদ থাকলে বিত্তের অভাব হয় না। ভারতীয় খনি শিল্পপতি ও রাজনীতিক গালি জনার্দন রেড্ডির বিলাসবহুল জীবনযাপন যেন তার জ্বলন্ত প্রমাণ। তার আরম্ভরপূর্ণ জীবনযাপন সম্পর্কে জানতে তুমুল কৌতূহল রয়েছে ভারতবাসীর।
তাছাড়া, রাজনীতিতে ব্যাপক প্রভাব রাখেন তিনি। এমনকি যখন অবৈধ খনি পরিচালনার অভিযোগে কিছুদিন জেলে ছিলেন তখনও এই প্রভাবে ভাটা পড়েনি। মেয়ের বিয়েতে কোটি কোটি টাকা খরচ, স্বর্ণ ব্যবহারের প্রতি অতি-আসক্তি এবং রত্নখচিত স্বর্ণ সিংহাসনের মালিকানা- তাকে ভারতে জাতীয় পর্যায়ে আলোচনায় তুলে আনে।
কারাদণ্ড কেন হয়েছিল?
সাবেক শীর্ষ পর্যায়ের রাজনীতিক ও খনি শিল্পপতি রেড্ডির বিরুদ্ধে পঞ্জি স্কিমের আদলে একটি আর্থিক জালিয়াতিতে থাকার অভিযোগ ওঠে। দেশটির জাতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে কর্নাটক রাজ্যের বল্লারিতে তিনি অবৈধভাবে খনি পরিচালনা করছেন এমন একটি সংবাদও প্রকাশিত হয়।
এসব অভিযোগের প্রমাণ মেলার পর তাকে কারাদণ্ড দেন আদালত। তবে ২০১৫ সালে কঠোর কিছু শর্তের অধীনে তাকে জামিন দেওয়া হয়। তদন্তকারী সংস্থা সিবিআই এ সিদ্ধান্তের বিরোধিতাও করে। তবু জামিন আটকানো যায়নি।
বেল্লোরি খনি কাণ্ডে জেল খাটার কারণে এবং কারাবাসের আগে আরম্ভরপূর্ণ জীবনযাপনের জন্য তিনি এখন 'বল্লোরি'র রাজা নামেই পরিচিত।
বিয়েতে খরচপাতির চূড়ান্ত:
জনার্দন রেড্ডির সম্পত্তির একটি বড় অংশ সরকার জব্দ করে নেওয়ার পরও ২০১৬ সালে নিজের মেয়ের বিয়েতে বিপুল অর্থ খরচ করে আবারো জাতীয় আলোচনার মধ্যমণি হয়ে ওঠেন তিনি। দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন সূত্রে জানা যায়, বিয়ের আমন্ত্রণপত্র পাঠানো হয় এলসিডি স্ক্রিন লাগানো বাক্সে। স্ক্রিনে প্রদর্শিত এক ভিডিও'তে অতিথিকে নেমতন্ন দিতে রেড্ডির কন্যা ব্রাহমনি ও তার জামাতা রাজীবের একটি ভিডিও ছিল।
দক্ষিণ ভারতীয় ফিল্মের গানের কায়দায় পুরো পরিবারই ভিডিওতে অভিনয় করেছে।
স্বর্ণ সিংহাসন:
জনার্দন রেড্ডির প্রাচুর্য্যের এখানেই শেষ নয়, জালিয়াতির মামলার তদন্তে পুলিশ যখন তার বাড়িতে হানা দেয়, তখন সেখানে ১৫ কেজি ওজনের একটি স্বর্ণ সিংহাসন আবিষ্কার করে হতবাক হয়ে যান কর্মকর্তারা। পুলিশের দাবি ওই চেয়ারে রেড্ডির পুরো নামের আদ্যাক্ষর (জিএইচআর) বহুমূল্য হিরাখচিত ছিল। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন সূত্রে জানা যায়, সেবারের অভিযানে পুলিশ মোট ৩০ কেজি সোনা জব্দ করে।
সত্যিকারের দামি পোশাক:
ভারতের বিভিন্ন গণমাধ্যমের সংবাদে প্রকাশ, রেড্ডি পরিহিত শার্টগুলি ছিল বিশেষ ধরনের, সাধারণ সুতার সঙ্গে মিশ্রণ থাকতো সূক্ষ্ম স্বর্ণের সুতা। এভাবে তৈরি প্রতিটি শার্টের মূল্য কমপক্ষে ১,৩৯০ মার্কিন ডলার। তার সঙ্গে আবার স্বর্ণের চেইনে রত্মখচিত একটি বেল্ট পড়তেন এ ধনকুবের, যার মূল্য আনুমানিক সাড়ে ১৭ হাজার ডলার।
- সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট