অনলাইনে পাঠদান শুরু নেত্রকোনা সরকারি কলেজে
করোনাভাইরাস দুর্যোগকালীন সময়ে ঘরে থাকা শিক্ষার্থীদের জন্য অনলাইনভিত্তিক ক্লাস চালু করেছে নেত্রকোনা সরকারি কলেজ। কলেজ কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগে বুধবার থেকে এ ধরনের ক্লাস শুরু হয়।
অধ্যক্ষ নূরুল বাসেত জানান, প্রাথমিকভাবে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য অনলাইনভিত্তিক ক্লাস চালু করা হয়েছে। প্রতিদিন দুই থেকে তিনজন শিক্ষক সিলেবাস অনুযায়ী মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্লাস পরিচালনা করছেন।
তিনি আরও জানান, 'অধ্যক্ষ নেত্রকোণা সরকারি কলেজ' নামে একটি ফেসবুক পেজে ক্লাসগুলো সরাসরি প্রচার করা হচ্ছে। এ কারণে শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রয়োজনীয় প্রশ্ন করারও সুযোগ পাচ্ছেন। তাছাড়া ইউটিউবেও ক্লাসগুলো আপলোড করা হচ্ছে।
অধ্যক্ষ জানান, করোনাভাইরাস দুর্যোগ আরও দীর্ঘমেয়াদী হলে অন্যান্য শ্রেণির জন্য এ ধরনের ক্লাস চালু করা হবে।
জানা গেছে, এ পদ্ধতি চালু করায় একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রায় ২ হাজার ৭০০ শিক্ষার্থী ঘরে বসে পাঠ গ্রহণের সুযোগ পাচ্ছেন।
উম্মে কুলসুম নামে একাদশ শ্রেণির এক শিক্ষার্থী বলেন, কলেজ কর্তৃপক্ষ এ ধরনের উদ্যোগ নেওয়ায় আমরা বন্ধের ক্ষতি কিছুটা হলেও কাটিয়ে ওঠতে পারব।
বাংলা বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা বলেন, প্রথমদিনের ক্লাসে বেশ সাড়া পাওয়া গেছে। শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উদ্যোগটির প্রশংসা করেছেন।