আ'লীগের উপ-কমিটি থেকে হেলেনা জাহাঙ্গীরকে অব্যাহতি
আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য পদ থেকে ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার (২৫ জুলাই) প্রকাশিত দলটির মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব মেহের আফরোজ চুমকি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তার সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের নীতি বহির্ভূত হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য পদ থেকে তাকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি ফেসবুকে 'বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ' নামে একটি দলের কথা প্রচার করেন তিনি। নিজেকে সেই সংগঠনের সভাপতি ঘোষণা দেন তিনি। এরপর থেকে শুরু হয় বিতর্ক, আলোচনা-সমালোচনা। এর জের ধরেই তাকে দল থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।
হেলেনা জাহাঙ্গীর বর্তমানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর পরিচালক ও জয়যাত্রা টিভির চেয়ারপার্সন পদে আছেন।