আ.লীগ থেকে আজীবন বহিষ্কৃত হলেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি কটূক্তি করায় আওয়ামী লীগের গাজীপুর মহানগর সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এজন্য তাকে এর আগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এবার দলে প্রাথমিক সদস্যপদ বাতিলের পাশাপাশি দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ।
আজ শুক্রবার (১৯ নভেম্বর) শাসক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ নেতারা এসময় উপস্থিত ছিলেন।
সম্প্রতি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে শহীদদের কটূক্তি করা জাহাঙ্গীর আলমের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা-কর্মীরা গাজীপুরের বেশ কয়েকটি স্থানে তাকে দল থেকে বহিস্কারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেন। এসময় তাকে মেয়র পদ থেকে পদত্যাগের দাবিও তোলা হয়।
তবে জাহাঙ্গীর আলম তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ ভিডিওতে তার মন্তব্য সম্পাদনা করে ভুলভাবে উপস্থাপন করেছে। এর ব্যাখ্যা চেয়ে গত ৩ অক্টোবর তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় আওয়ামী লীগ। নোটিশের জবাবে গাজীপুর সিটি মেয়র দলের কাছে ক্ষমাপ্রার্থনা করেছিলেন।