ঈদ উপলক্ষ্যে ৫ দিনের জন্য বসছে কোরবানির পশুর হাট
মহামারির উর্ধ্বমূখী সংক্রমণের মধ্যেই ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় ঈদুল আযহা উপলক্ষ্যে ৫ দিনের জন্য বসছে কোরবানীর পশুর হাট।
আগামী ১৭ জুলাই থেকে ২১ জুলাই ঈদের দিন পর্যন্ত ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় এই হাটগুলো চলবে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ১টি স্থায়ী ও ৮টি অস্থায়ীসহ মোট নয়টি পশুর হাট বসবে।
অন্যদিকে বিবিসি'র একটি প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের গণমাধ্যমটিকে বলেছেন সারুলিয়ায় একটা স্থায়ী হাট এবং ১০টি অস্থায়ী হাট নিয়ে ১৭ই জুলাই থেকে এই হাট শুরু হচ্ছে।
সেখানে আরও বলা হয়, এই হাটগুলো ১৭ই জুলাই থেকে ২১শে জুলাই পর্যন্ত সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে পরিচালিত হবে।
এদিকে প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক আজিজুর রহমান জানিয়েছেন, সারা দেশের কোরবানির পশুর হাটের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য ১৪ই জুলাই ৬৪ জেলার জেলা প্রশাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হবে।
ডিএনসিসি'র যেসব এলাকায় কোরবানির হাট বসবে-
১. বাড্ডা ইস্টার্ন হাউজিং (আফতাব নগর), ব্লক-ই, সেকশন-৩ এর খালি জায়গা।
২. কাওলা শিয়াল ভাঙ্গা সংলগ্ন খালি জায়গা।
৩. ৪৩ নম্বর ওয়ার্ডের পূর্বাচল ব্রিজ সংলগ্ন, মণ্ডল ডুমনী বাজারমুখী রাস্তার উভয় পার্শ্বের খালি জায়গা।
৪. মিরপুর সেকশন-৬, ওয়ার্ড-৬, ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা।
৫. উত্তরখান মৈনারটেক হাউজিং প্রকল্পের খালি জায়গা।
৬. উত্তরা ১৭ সেক্টরের বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা।
৭. ভাটারা (সাইদ নগর) অস্থায়ী পশুর হাট।
৮. মোহাম্মদপুর বছিলাস্থ ৪০ ফুট সড়ক সংলগ্ন রাজধানী হাউজিং, স্বপ্নধারা হাউজিং ও বছিলা গার্ডেন সিটির খালি জায়গা।
৯. ৪৩ নম্বর ওয়ার্ডের, ৩০০ ফুট সড়ক সংলগ্ন উত্তর পাশের সালাম স্টিল লিমিটেড ও যমুনা হাউজিং কোম্পানি এবং ব্যক্তি মালিকানাধীন খালি জায়গা।
১০. মিরপুর গাবতলী পশুর হাট (স্থায়ী)।
ডিএসসিসি'র যেসব এলাকায় কোরবানির হাট বসবে-
১. হাজারীবাগ এলাকার ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি মাঠসংলগ্ন উন্মুক্ত এলাকা,
২. পোস্তগোলা শ্মশানঘাট–সংলগ্ন আশপাশের খালি জায়গা,
৩.মেরাদিয়া বাজারসংলগ্ন আশপাশের খালি জায়গা,
৪.ধোলাইখাল ট্রাক টার্মিনাল–সংলগ্ন উন্মুক্ত জায়গা,
৫.আফতাবনগর (ইস্টার্ন হাউজিং) ব্লক-ই, এফ, জি, এইচ, সেকশন ১ ও ২-এর খালি জায়গা,
৬. গোলাপবাগে দক্ষিণ সিটি করপোরেশনের মার্কেটের পেছনের খালি জায়গা,
৭.উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘের ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা,
৮. দনিয়া কলেজসংলগ্ন আশপাশের খালি জায়গা,
৯. ধূপখোলা ইস্ট অ্যান্ড ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা এবং
১০. লালবাগের রহমতগঞ্জ ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা।