একদিনে সর্বোচ্চ ১২৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
মহামারি করোনাভাইরাসের উর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেই রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৩ জন নতুন রোগী; চলতি বছরে যা সর্বোচ্চ।
নতুন এই রোগীদের মধ্যে রাজধানীর হাসপাতালেগুলোতে ভর্তি হয়েছেন ১২০ জন। আর বাকী তিনজন ভর্তি হয়েছেন ঢাকার বাইরের হাসপাতালে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস ও কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, চলতি বছরে এ পর্যন্ত মোট আক্রান্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ১৮০২ জন। এরমধ্যে ১৩৩১ জন রোগী সুস্থ হলেও এখনো হাসপাতালে ভর্তি আছেন ৪৬৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি মাসেই ঢাকা ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ১৪৩০ জন রোগী; যা যেকোনো মাসের চেয়ে সর্বোচ্চ।