একুশে পদকজয়ী কথাসাহিত্যিক বুলবুল চৌধুরীর প্রয়াণ
বেশ কয়েক মাস ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন।
বাংলা সাহিত্যের খ্যাতিমান লেখক, একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী মারা গেছেন।
শনিবার সন্ধ্যা আনুমানিক ৬টা থেকে সাড়ে ৬টার দিকে পুরান ঢাকায় নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর।
বেশ কয়েক মাস ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন।
বুলবুল চৌধুরীর লেখা গল্পের বইয়ের মধ্যে রয়েছে 'টুকা কাহিনি', 'পরমানুষ', 'মাছের রাত', 'চৈতার বউ গো' প্রভৃতি। উপন্যাসের মধ্যে রয়েছে 'অপরূপ বিল ঝিল নদী', 'কহকামিনী', 'এই ঘরে লক্ষ্মী থাকে', 'ইতু বৌদির ঘর', 'জলটুঙ্গি' প্রভৃতি।