এপ্রিলে করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়াতে পারে: প্রধানমন্ত্রী
চলতি এপ্রিল মাসে দেশে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এপ্রিল মাসটা আমাদের জন্য খুবই একটা দুঃসময়ের। সব জায়গা থেকে সে খবরই পাচ্ছি।
মঙ্গলবার সকালে দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে গণভবন থেকে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ১৫টি জেলার প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, বিশ্বব্যাপী এই ভাইরাসটা কিভাবে প্রসারিত হয়, এটা অনেকটা অংকের মতো। অন্যান্য দেশ থেকে আমরা যে অভিজ্ঞতা সঞ্চয় করি তাতে মনে হচ্ছে যে আমাদের দেশেও এই ধাক্কাটা এপ্রিল মাসে আরও ব্যাপকভাবে আসাতে পারে। এ রকম কিছু প্রতিবেদন ও অনুমান করা যাচ্ছে।
শেখ হাসিনা বলেন, এ অবস্থায় আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের এমনভাবে চলতে হবে যাতে ক্ষতি কম হয়। এটা ঠিক যে একটা স্থবিরতা এসে গেছে। অর্থনৈতিক ও সামাজিকভাবে। আমাদের অর্থনৈতিক যে প্রবৃদ্ধি আমরা সৃষ্টি করতে সক্ষম হয়েছিলাম তাও কিন্তু থেমে গেছে। এটা শুধু আমাদের দেশ নয়, সারা বিশ্বব্যাপী। জানমাল রক্ষা করতে হবে। অর্থনীতি গতিশীল রাখতে হবে।
দেশে করোনাভাইরাস কোভিড-১৯ মোকাবেলায় যে সমস্ত স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স নিয়োজিত আছেন, তাদের জন্য বিশেষ সম্মানী ও সুরক্ষা বীমা দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, করোনাভাইরাস মোকাবিলায় জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মী যারা নিয়োজিত রয়েছেন, তাদের পুরস্কৃত করা হবে।
শেখ হাসিনা বলেন, কারো করোনার লক্ষণ দেখা দিলে না লুকিয়ে চিকিৎসা নিতে হবে। কারো মধ্যে যদি এতটুকু করোনা ভাইরাসের অসুস্থতা দেখা দেয় তিনি সঙ্গে সঙ্গে খবর দেবেন। চিকিৎসার ব্যবস্থা যথাযথ আছে।
তিনি বলেন, কেউ লুকাতে যাবেন না। কারণ আপনি একজন লুকাবেন, আরও ১০ জনকে সংক্রমিত করবেন। কেউ লুকাবেন না। এটা কোনো লজ্জার বিষয় নয়।