ঔষধ প্রশাসনের নির্দেশে নিজেদের কিটে করোনাভাইরাস পরীক্ষা স্থগিত করল গণস্বাস্থ্য কেন্দ্র
নিজেদের উদ্ভাবিত কিট জি-র্যাপিড ডট ব্লটের মাধ্যমে কোভিড-১৯-এর পরীক্ষা স্থগিত করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। ঔষধ প্রশাসন অধিদপ্তরের নির্দেশে এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
গণস্বাস্থ্য ডায়লাসিস সেন্টারের কো-অর্ডিনেটর ডা. মহিবুল্লাহ খন্দকার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আগামীকাল মঙ্গলবার থেকে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল ও সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে এই পরীক্ষা শুরু করার কথা ছিল।
সম্প্রতি প্রকাশ করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণস্বাস্থ্য কেন্দ্র জানায়, কোভিড-১৯ উপসর্গ থাকা রোগীদের নমুনা গবেষণার জন্য সংগ্রহ করা হবে; রোগ নির্ণয় পরীক্ষার জন্য নয়।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি) অনুমোদিত নিয়ম অনুসারের আমরা লাল বা রক্ত কিংবা উভয় নমুনাই সংগ্রহ করব।'
এর আগে, ৩০ এপ্রিল ঔষধ প্রশাসন অধিদপ্তর জি-র্যাপিড ডট ব্লট কিটের কার্যকারিতা পরীক্ষা করার অনুমোদন দেয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ওই কিটের পারফরম্যান্স ট্রায়াল শুরু হয়।
এদিকে, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার নমুনা পরীক্ষায় তার শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়। জি-র্যাপিড ডট ব্লট কিটের মাধ্যমে করা তার নমুনার অ্যান্টিজেন পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে।