করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে দ্বিতীয় চিকিৎসকের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আবাসিক চিকিৎসক কর্নেল (অব.) অধ্যাপক ডা. মনিরুজ্জামান।
রোববার (৩ মে) বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ নিয়ে করোনায় প্রাণ হারালেন দেশের দুই চিকিৎসক।
বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের সমন্বয়ক ডা নিরুপম দাশ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৪ এপ্রিল দেশে প্রথম চিকিৎসক হিসেবে করোনাভাইরাসে মৃত্যু হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. মঈন উদ্দিনের।
ডক্টরস ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৫৪ জন চিকিৎসক যার মধ্যে সুস্থ হয়েছেন মাত্র ২০ জন।