করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম পুলিশ সদস্যের মৃত্যু
মারাত্মক প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথমবারের মতো এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
মৃত্যুবরণ করা ৪০ বছর বয়সী ওই পুলিশ সদস্যের নাম জসিম উদ্দিন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়।
আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণের পর বুধবার সকালে তার কোভিড-১৯ টেস্টের ফলাফল পজিটিভ আসে বলে জানান ডিএমপির ওয়ারি জোনের সহকারী কমিশনার হান্নানুল ইসলাম।
তিনি বলেন, "জসিম উদ্দিন ফকিরাপুলের একটি হোটেলে কোয়ারেন্টিনে ছিলেন। গত তিনদিন ধরে করোনাভাইরাসের উপসর্গ থাকায় তার নমুনা পরীক্ষা করানো হয়। আজ সকালে রেজাল্ট এসেছে। টেস্টের রেজাল্ট হাতে আসার আগেই গতকাল রাতে তিনি মারা গেছেন। শ্বাস কষ্ট, জ্বরসহ অন্যান্য উপসর্গ ছিল তার।"
মারাত্মক এই সংক্রামক রোগে সোমবার পর্যন্ত পুলিশের ৩৩৬ জন সদস্য আক্রান্ত হয়েছেন।
সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১০৩ জন যার মধ্যে মৃত্যু হয়েছে ১৬৩ জনের।