করোনায় চট্টগ্রামে দুই ঘণ্টার ব্যবধানে দুই নারীর মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ ঘণ্টার ব্যবধানে চিকিৎসাধীন অবস্থায় ২ নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টায় এবং সকাল ৭টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।
মারা যাওয়া দুই নারী চট্টগ্রাম নগরীর বাসিন্দা। এদের মধ্যে ৫৬ বছর বয়ষ্ক নারীর বাসা নগরীর জামালখান এলাকায় এবং ৫০ বছর বয়স্ক অন্য নারী পাঁচলাইশ এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব বলেন, মারা যাওয়া ২ নারী করোনা পজিটিভ হয়ে একজন ২৯ মে এবং অন্যজন ২ জুন হাসপাতালে ভর্তি হন। দু'জনেরই করোনার পাশাপাশি ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপ ছিল।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী ৩ জুন পর্যন্ত চট্টগ্রামে কারোনা আক্রান্ত হয়েছে ৩ হাজার ৫৩৭ জন এবং মারা গেছে ৮৫ জন।