কারাগারে জুম বৈঠকের অভিযোগের ঘটনায় তদন্ত কমিটি গঠন
ডেসটিনির রফিকুল আমীনের বিরুদ্ধে কারাগারে জুম বৈঠকের অভিযোগের ঘটনায় তদন্ত কমিটি করেছে কারা কতৃপক্ষ।
কারা উপ-মহাপরিদর্শক (ঢাকা) তৌহিদুল ইসলামকে প্রধান করে গঠিত তিন সদস্যের কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলে রফিকুল আমীনের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রধান কারারক্ষীসহ আটজনকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় ডেসটিনি গ্রুপের রফিকুল আমীনের বিরুদ্ধে দুটি অর্থ আত্মসাতের মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আদালতের নির্দেশে ২০১৩ সাল থেকেই ডেসটিনির নামে থাকা বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ রক্ষণাবেক্ষণ ও তদারকির দায়িত্ব পালন করছে পুলিশ। ডেসটিনির কর্তাব্যক্তিদের বিরুদ্ধে ৪ হাজার ১১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
সম্প্রতি রফিকুল আমীনের বিরুদ্ধে কারাগারে বসেই ব্যবসায়িক বৈঠক করার অভিযোগ উঠে। প্রায় দুই মাস আগে বহুমূত্র রোগে আক্রান্ত হওয়ার কথা বললে রফিকুল আমীনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়।
এ হাসপাতালের প্রিজন সেলে বসেই রফিকুল আমীন জুমে বৈঠক করছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায়।