কুমিল্লার সহিংসতায় আহত একজনের ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
কুমিল্লার একটি মন্দিরে পবিত্র কোরআন অবমাননার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত একজন ব্যক্তি বৃহস্পতিবার রাতে মারা গেছেন।
মৃতের নাম দিলীপ দাস (৬২)। তিনি নগরীর গাঙচর এলাকার বাসিন্দা ছিলেন।
বৃহস্পতিবার রাত পৌনে ১২টার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন দিলীপ।
১৩ অক্টোবর রাজরাজেশ্বরী কালীবাড়ির পূজামণ্ডপের সামনে দুর্বৃত্তরা তার মাথায় ইট দিয়ে আঘাত করলে গুরুতরভাবে আহত হন তিনি। চিকিৎসা দেওয়ার জন্য পরবর্তীতে তাকে ঢাকায় আনা হয়।
কুমিল্লা মহানগর পূজা কমিটির সাধারণ সম্পাদক অচিন্ত দাস টিটু এই ঘটনায় দুঃখপ্রকাশ করেন এবং দিলীপের মৃত্যুর জন্য দায়ীদের শাস্তির দাবি জানান।
কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর হোসেন বলেন, "আহত দিলীপ দাস মারা যাওয়ার বিষয়টি শুনেছি। খোঁজখবর নিয়ে বিস্তারিত বলা হবে।"
১৩ অক্টোবর কুমিল্লা সদরের নানুয়া দীঘি পূজা মণ্ডপে প্রতিমার কোলে পবিত্র কোরআন রেখে চলে যান কেউ। এরপর এই ঘটনাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী উস্কানিমূলক ও বিকৃত প্রচারণা চালায়। গোষ্ঠীটি পরবর্তীতে প্রতিমা ভাঙচুরের চেষ্টা করে এবং মণ্ডপে ইট-পাথর নিক্ষেপ করে।