কোয়াড নিয়ে বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছেন চীনা রাষ্ট্রদূত: মোমেন
বাংলাদেশের সঙ্গে চীনের দ্বি-পাক্ষিক সম্পর্ক নিয়ে করা মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং ।
বুধবার টিবিএস ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
তিনি বলেন, "লি জিমিং মিডিয়ার এগ্রেসিভ প্রশ্নেই খেই হারিয়ে ফেলে বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে মন্তব্য করেন।"
আমেরিকার নেতৃত্বাধীন চার জাতি জোট কোয়াডে যোগ দিলে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে বলে সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছিলেন চীনা রাষ্ট্রদূত।
কোয়াডে বাংলাদেশের যোগদান করা উচিত হবে না উল্লেখ করে চীনের রাষ্ট্রদূত বলেছিলেন, যদি যোগ দেয় তবে সেটা বাংলাদেশ-বেইজিং সম্পর্কের ক্ষেত্রে 'যথেষ্ট খারাপ' হবে।
তিনি আরো বলেছেন, "কোয়াড একটি 'সংকীর্ণ উদ্দেশ্যমূলক' ভূ-রাজনৈতিক চক্র এবং বাংলাদেশের এতে যোগদান করা উচিত নয়, কারণ এই উদ্যোগ থেকে কোনও লাভ হবে না।"
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "বাংলাদেশ কোন একক দেশের সাথে বিশেষ সম্পর্কে বিশ্বাসী নয়। বিশেষ করে চীন-ভারতের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ।"