খালেদার অবস্থা স্থিতিশীল
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো আছে, বলে আজ শুক্রবার (৭ মে) সন্ধ্যে নাগাদ সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে।
তার অক্সিজেন স্যাচুরেশন লেভেল ১০০% রেকর্ড করা হয়েছে, অন্যদিকে ব্লাড প্রেশার ১২০/৮০ মাপা হয়। এছাড়া, সাধারণ পর্যায়েই আছে তার শ্বাসপ্রশ্বাসের গতি ও পালস রেট (নাড়ির হার)।
এর আগে, পজিটিভ শনাক্ত হওয়ার ২৬ দিন পর, গত বৃহস্পতিবার কোভিড-১৯ মুক্ত হন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
কিন্ত্ তার শরীরে কোভিড পরবর্তী কিছু উপসর্গ দেখা দিয়েছে। এই অবস্থায় সরকারের অনুমতি নিয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যেতে চান পরিবারের সদস্যরা।
আজ শুক্রবার আইনমন্ত্রী আনিসুল হক জানান, সরকার এখনও এব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।