অধ্যাপক সেব্রিনা ফ্লোরার শারীরিক অবস্থা কিছুটা ভালো
অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার জ্ঞান ফিরেছে। গত দুইদিনে তার শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল হয়েছে।
ডা. ফ্লোরার স্বামীকে তার সিঙ্গাপুরের চিকিৎসক জানিয়েছেন, গত রাতে তার অবস্থা স্থিতিশীল ছিল, পক্ষাঘাতগ্রস্ত হওয়ার আশঙ্কা আর নেই এখন।
তার চিকিৎসক আরও জানান, রক্ত পরীক্ষায় দেখা গেছে, অগ্ন্যাশয় এখনও এক্টিভ আছে, কিন্তু তার জ্বর আসেনি। ডায়ালাইসিসের জন্য সময় লাগছে।
তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। আগামীকাল তার সিটি স্ক্যান করানো হবে।
করোনা মহামারির শুরুর দিকে দৈনিক কোভিড ব্রিফিংয়ের মাধ্যমে দেশজুড়ে পরিচিত হয়ে ওঠেন অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম জানিয়েছিলেন, সেব্রিনা ফ্লোরা অগ্ন্যাশয়ের রোগ অ্যাকিউট কোলানজাইটিসে আক্রান্ত। এ রোগে চিকিৎসার অংশ হিসেবে এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলানজিওপ্যানক্রিটোগ্রাফি (ইআরসিপি) করানোর পর তার দেহে নানা জটিলতা দেখা দেয়।
ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এপিডেমিওলজির অধ্যাপক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তিনি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ছিলেন। তিনি ন্যাশনাল ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট অ্যান্ড ভ্যাকসিনেশন প্ল্যান ফর কোভিড-১৯ ভ্যাকসিন কমিটির সভাপতি।