খোকার প্রতি সম্মান: বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটির ছুটি ঘোষণা
অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা প্রয়াত সাদেক হোসেন খোকার প্রতি সম্মান জানিয়ে বৃহস্পতিবার ছুটি ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
এদিন করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনসহ আঞ্চলিক কার্যালয়সমূহ বন্ধ থাকবে।
এ বিষয়ে ডিএসসিসি জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় বলেন, “অবিভক্ত সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে তার প্রতি সম্মান প্রদর্শন করে করপোরেশনের প্রচলিত নিয়ম অনুযায়ী অফিস ছুটি ঘোষণা করা হয়েছে।”
বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার বিকাল ৩টায় নগর ভবন প্রাঙ্গণে খোকার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।