খোলা নালায় স্ল্যাব বসানোর আহ্বান সাবেক মেয়র মনজুর আলমের
চট্টগ্রাম নগরে গত ছয় বছরে নালা-নর্দমা ও খালে পড়ে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ নগরের আগ্রাবাদে নালায় পড়ে সেহরিন মাহমুদ সাদিয়া (২০) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু হয়। এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নগরের উন্মুক্ত নালায় স্ল্যাব বসানোর আহ্বান জানিয়েছেন সাবেক মেয়র মনজুর আলম।
বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। এ সময় জরুরী ভিত্তিতে উন্মুক্ত নালা নর্দমা সমূহে স্থাপনের জন্য এক ট্রাক স্ল্যাব প্রদান করেন সাবেক এই মেয়র।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে সাক্ষাৎকালে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম সম্প্রতি সিটি কর্পোরেশনের উন্মুক্ত নালা নর্দমায় ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করেন। সেই সাথে চট্টগ্রাম এর সকল সেবা সংস্থাকে একযোগে নগর উন্নয়নে কাজ করার জন্য আহবান করেন, যাতে ভবিষ্যতে নগরবাসীর জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল আলম. মোস্তফা হাকিম গ্রুপের নির্বাহী পরিচালক শামসুদ্দোহা , মেয়র এর একান্ত সচিব আবুল হাসেম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক প্রমুখ।