গণস্বাস্থ্যের কিটে করোনা পরীক্ষা শুরু মঙ্গলবার
গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত আলোচিত র্যাপিড ডট ব্লট কিটের মাধ্যমে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা অবশেষে শুরু হচ্ছে। ওই কিটে পরীক্ষা করানো শুরু হবে ২৬ মে, মঙ্গলবার।
শনিবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, 'রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল ও সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে টেস্টিং শুরু হবে।'
তিনি আরও বলেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) আমাদের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দিয়েছে। অনুমতি সাপেক্ষেই আমরা টেস্টিং শুরু করব। ইমার্জেন্সি রুগীদের ক্ষেত্রে টেস্টগুলো করা হবে।'
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, 'যদিও সরকারের অনুমোদন এখনো পাইনি, তবে টেস্ট করতে কোনো অসুবিধা হবে না।'
এই কিটের আরও কোনো ট্রায়ালের দরকার রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'সরকার কোনো রকম ট্রায়াল ছাড়াই রেমডেসিভিরকে অনুমতি দিয়েছে। আমাদের কিটের পারফরম্যান্স টেস্টের রেজাল্ট বিএসএমএমইউ কর্তৃপক্ষ ঈদের পরে দেবেন। এ কারণেই টেস্টিং শুরু করার তারিখ দেরিতে ফেলেছি আমরা।'
তিনি আরও বলেন, 'কোভিড-১৯ টেস্ট সার্টিফিকেটের অভাবে অনেক রোগী যথাযোগ্য চিকিৎসা পান না। দেশে আরও অনেক বেশি টেস্ট করানো দরকার। এ কারণে জরুরি ভিত্তিতে ট্রায়াল শুরু করবে গণস্বাস্থ্য কেন্দ্র।'
তিনি বলেন, 'মঙ্গলবার ঢাকা ও সাভারে অ্যান্টিজেন ও অ্যান্টিবডির টেস্টগুলো শুরু করা হবে। যে কেউই এসে টেস্ট করিয়ে যেতে পারেন।'
এর আগে, ৩০ এপ্রিল ঔষধ প্রশাসন অধিদপ্তর জি-র্যাপিড ডট ব্লক কিটের কার্যকারিতা পরীক্ষা করার অনুমোদন দেয়। এরপর বিএসএমএমইউতে কিটটির ট্রায়াল পারফরম্যান্স শুরু করা হয়।