ঘন কুয়াশার কবলে শাহ আমানত, তিন আন্তর্জাতিক ফ্লাইটের ঢাকায় অবতরণ
ঘন কুয়াশার কবলে পড়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করতে না পেরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেছে।
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে ফ্লাইটগুলো চট্টগ্রামে নামতে না পেরে ঢাকার বিমানবন্দরে চলে যায়।
বিমানবন্দর সুত্র জানায়, সকাল ৭টায় দোহা থেকে আসা রিজেন্ট এয়ারলাইন্সের ফ্লাইটটি চট্টগ্রামে ঘন কুয়াশার কারণে অবতরণ করতে পারেনি। এরপর সেটি আকাশে আধঘণ্টা অবস্থান করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যায়।
সকাল ৮টা ২২ মিনিটে দোহা থেকে আসা ইউএস বাংলার ফ্লাইটও নামতে না পেরে ঢাকা চলে যায়। ৮টা ২৬ মিনিটে মাসকাট থেকে আসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৮৭ ড্রিমলাইনার প্লেনটি। সেটিও ঢাকা চলে যায়।
সকালের অভ্যন্তরীণ ফ্লাইটগুলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেরিতে ছাড়বে বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।
শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার ই জামান জানান, সকাল নয়টার দিকে বিমানবন্দরে সার্বিক অবস্থা স্বাভাবিক হয়।