চট্টগ্রামের ১৫ মার্কেটে বসছে ভ্যাট বুথ
ব্যবসায়ীদের ভ্যাট সংক্রান্ত সেবা প্রদান করতে আগামী ১০ ও ১১ নভেম্বর চট্টগ্রাম কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের আওতাধীন ১৫টি মার্কেটে বসানো হচ্ছে ভ্যাট বুথ।
ভ্যাট কর্মকর্তা এবং দোকান মালিক সমিতির প্রতিনিধিদের সমন্বয়ে ১৫টি ভ্যাট বুথ স্থাপনের মাধ্যমে করদাতাদের ভ্যাট সংশ্লিষ্ট সব ধরনের সেবা প্রদান করা হবে। মঙ্গলবার চট্টগ্রাম ভ্যাট কমিশনারেটের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের আওতাধীন আটটি বিভাগীয় ভ্যাট দপ্তরে ইএফডির (ইলেকট্রিক ফিসক্যাল ডিভাইস) জনপ্রিয়তা বাড়ানো, অনলাইনে ভ্যাট নিবন্ধন, ভ্যাট রিটার্ন দাখিলসহ প্রয়োজনীয় সকল ধরনের সেবা প্রদানসহ করদাতারা যেন তাদের ব্যবসা প্রাঙ্গণ থেকে প্রয়োজনীয় সকল সেবা গ্রহণ করতে পারেন তা নিশ্চিত করতে স্থাপন করা হচ্ছে এসব ভ্যাট বুথ।
কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের আগ্রাবাদ বিভাগের আওতাধীন নিউ মার্কেট (বিপণী বিতান), রিয়াজুদ্দিন বাজার, বালি আর্কেড, সিঙ্গাপুর ব্যাঙ্কক মার্কেট, ভিআইপি মার্কেট ও টেরীবাজার; চট্টলা বিভাগের অধীন ইউনেস্কো সিটি সেন্টার, কনকর্ড খুলশী টাউন সেন্টার, সানমার ওশান সিটি, ফিনলে স্কয়ার ও চিটাগাং শপিং কমপ্লেক্স; এবং কক্সবাজার বিভাগের আওতাধীন বড় বাজার, বাস টার্মিনাল, কেরানী হাট, ও চকরিয়ায় এসব ভ্যাট বুথ স্থাপন করা হবে।
এছাড়া একই সঙ্গে চান্দগাঁও, পটিয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান ভ্যাট বিভাগের ক্ষেত্রে বিভাগীয় ভ্যাট দপ্তরের হেল্প ডেস্ক থেকে ভ্যাট সংক্রান্ত সেবা দেওয়া হবে। ভ্যাট বুথের কার্যক্রম চলবে সকাল ১১টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।