চট্টগ্রামে গ্যাসলাইনে বিস্ফোরণ, একই পরিবারের ৬ জন দগ্ধ
চট্টগ্রাম নগরে একটি বহুতল ভবনে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার রাতে নগরের আকবর শাহ থানাধীন কাট্টলীর 'মরিয়ম ভিলা' নামে ছয়তলা ভবনের ওপরের তলায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার এনামুল হক।
তিনি জানান, "গ্যাসলাইনে লিকেজের ফলে জমে থাকা গ্যাসে আগুন লেগে যায়। এতে ওই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।"
দুর্ঘটনায় দগ্ধরা হলেন- শাহেদা বেগম (৩৯), শাহজাহান শেখ (২৫), দিলরুবা বেগম (১৮), মাহিহা আক্তার (৯), জীবন শেখ (১৪) ও স্বাধীন শেখ (১৪)। সাত সদস্যের পরিবারের প্রধান জামাল শেখ ছাড়া সবাই আগুনে দগ্ধ হয়েছেন।
জামাল শেখ জানান, তিনি রাতে ডিউটি শেষ করে বাসায় আসার পরপরই গ্যাসের গন্ধ পান। স্ত্রী-সন্তানরাও এ অভিযোগ করে। কিন্তু বিষয়টি ভবন মালিককে অবহিত করলেও তিনি "কিছু হবে না বলে উড়িয়ে দেন"। পরে ঘুমানোর আগে বন্ধ ঘরে মশা মারার ব্যাট অন করার সময় জমে থাকা গ্যাসে আগুন লেগে যায়।