চট্টগ্রামে ৫০ শয্যার করোনা হাসপাতাল চালু হচ্ছে শনিবার
চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় একটি উচ্চ বিদ্যালয়ে গড়ে তোলা হচ্ছে ৫০ শয্যার করোনা হাসপাতাল। ইতোমধ্যে হাসপাতালের প্রয়োজনীয় সরঞ্জামাদি বসানোর কাজ শুরু হয়েছে। কাটগড় মোড়ের পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ে 'বন্দর ইপিজেড পতেঙ্গা করোনা হাসপাতাল' গড়ে তুলতে আর্থিক সহায়তা দিচ্ছেন স্থানীয়রা। আগামী শনিবার হাসপাতালটি চালু করার কথা রয়েছে।
হাসপাতালের প্রধান উদ্যোক্তা ডা. হোসেন আহম্মদ জানান, হাসপাতালের অনুমোদনের ব্যাপারে সিভিল সার্জন এবং স্বাস্থ্য পরিচালক বরাবর লিখিত আবেদন করেছি। তারা আমাদের এই কাজে সম্মতি জানিয়েছেন। এ ছাড়া এলাকার কাউন্সিলর এবং স্কুল পরিচালনা পর্ষদের সভাপতির সঙ্গে কথা হয়েছে। তারাও আমাদের সাহায্য সহযোগিতা করছেন।
তিনি আরও জানান, ইতোমধ্যে ৬ জন ডাক্তার আমাদের সঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন। আমরা আরও কয়েকজনকে আনার চেষ্টা করছি। এ ছাড়া নার্স এবং স্বেচ্ছাসেবক অনেকেই আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী।
দক্ষিণ হালিশহর থেকে দক্ষিণ পতেঙ্গা পর্যন্ত প্রায় ৭ লাখ মানুষের বসবাস। অথচ এত বড় জনগোষ্ঠীর চিকিৎসায় নেই কোনো হাসপাতাল। হাসপাতাল না থাকায় প্রায় ২০ কিলোমিটার পাড়ি দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে ছুটে আসতে হয় রোগীদের।