চলছে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট
নৌযান শ্রমিকদের খাদ্য ভাতা, স্বাস্থ্য-সুরক্ষা সরঞ্জাম, নিয়োগপত্র প্রদান, নৌপথে সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ ১১ দফা দাবিতে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সোমবার (১৯ অক্টোবর) মধ্যরাত ১২ টা ১ মিনিটে শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় সারা দেশে পণ্য, তেল ও বালুবাহী সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের ডাকে চলছে এই কর্মসূচি।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক মো. খোরশেদ আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, '১১ দফা দাবিতে আমাদের কর্মসূচী সোমবার মধ্যরাত থেকে শুরু হয়েছে। মঙ্গলবার সকালে চট্টগ্রামের বাংলাবাজার এলাকায় সমাবেশ এবং মিছিলের কর্মসূচি রয়েছে।'
এদিকে, সোমবার সন্ধ্যা ছয়টা থেকে চট্টগ্রামে লাইটার শ্রমিক ইউনিয়নের সদস্যরা কর্মবিরতি পালন শুরু করেছেন।
বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইছা মিয়া বলেন, '১১ দফা দাবিতে আমাদের সংগঠনের সদস্যরা সোমবার সন্ধ্যা ৬টা থেকে কর্মবিরতি শুরু করেছে। পণ্যবাহী লাইটার জাহাজ চলাচল বন্ধ রেখেছে।'
তিনি জানান, চট্টগ্রাম বন্দরে (মাদার ভেসেল) বড় জাহাজ থেকে পণ্য নিয়ে আড়াই হাজার লাইটার জাহাজ চলাচল করে। এছাড়া সারা দেশের বিভিন্ন রুটে চলাচল করে ১৫ হাজার লাইটার জাহাজ।