চট্টগ্রামে দ্বিতীয় দিনের মতো চলছে প্রাইম মুভার ট্রেইলার শ্রমিকদের ধর্মঘট
চাকরির নিয়োগপত্র, ছবিসহ পরিচয়পত্র এবং সরকার–ঘোষিত মজুরি প্রদানের দাবিতে দ্বিতীয় দিনের মত চলছে পরিবহণ ধর্মঘট। সোমবার সকাল ৬ টা থেকে শুরু হওয়া চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার, কংক্রিট মিক্সচার, ফ্ল্যাটবেড ও ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘট মঙ্গলবার সকালেও অব্যাহত রয়েছে।
এই ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার এবং আমদানি পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে। বেসরকারি ডিপো থেকে বন্দরে আসেনি কোনো রপ্তানি পণ্য। একইভাবে আমদানি পণ্যবোঝাই কনটেইনারও বন্দর থেকে ডিপোতে আসেনি। এর ফলে চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি পণ্য পরিবহনে অচলাবস্থা দেখা দিয়েছে।
চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার, কংক্রিট মিক্সচার, ফ্ল্যাটবেড ও ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি আবুল খায়ের বলেন, আমাদের ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দর থেকে দেশের বিভিন্ন রুটে আমদানি পণ্য পরিবহণ বন্ধ রয়েছে। রপ্তানি পণ্য নিয়েও কোন গাড়ি আসছে না।
গতকাল সোমবার রাতে চট্টগ্রাম বন্দরে বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কিন্তু ওই বৈঠকে কোন সমাধান আসেনি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আজ দুপুর ১২ টায় আবার বৈঠক ডেকেছে। ওই বৈঠক থেকে কর্মসূচি অব্যাহত থাকবে নাকি স্থগিত করা হবে সে সিদ্ধান্ত আসবে।
বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুকের সাথে যোগাযোগ করা হলে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের (বিকডা) মহাসচিব রুহুল আমিন সিকদার বিপ্লব বলেন, প্রতিদিন প্রায় ২ হাজার টিইইউ রপ্তানি কনটেইনার ডিপো থেকে বন্দরে নিয়ে যাওয়া হয়। একইভাবে প্রায় ৮০০ আমদানি পণ্যবাহী কনটেইনার ডিপোতে আনা হয়। ধর্মঘটের কারণে সোমবার সকাল থেকে পণ্য আনা নেওয়া বন্ধ রয়েছে।
চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, প্রতিদিন আমদানি পণ্যবাহী ৩ হাজারের বেশি কনটেইনার ডেলিভারি হয়। চট্টগ্রাম বন্দরের ভেতরে জাহাজে কনটেইনার উঠানামা স্বাভাবিক হলেও বন্দর থেকে কোনো পণ্যবাহী যান বাইরে যাচ্ছে না।