ছুটির সময় ক্ষতিপূরণ শিপিং মাশুল আদায় না করার নির্দেশ
করোনা পরিস্থিতিতে সাধারণ ছুটিকালীন সময়ে বিদেশি শিপিং কোম্পানিগুলোকে আমদানিকারকদের কাছ থেকে কন্টেইনারের ক্ষতিপূরণ মাশুল আদায় না করতে নির্দেশনা দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়। এই নির্দেশনার আওতায় গত ২৭ মার্চ থেকে সাধারণ ছুটি চলাকালীন আগামী ৩০ মে পর্যন্ত সময় আমদানি কন্টেইনারের ক্ষেত্রে এই নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব শিপিং কোম্পানি ইতোমধ্যে মাশুল আদায় করেছে তা সমম্বয় করতে বলা হয়েছে।
রোববার নৌপরিবহন অধিদপ্তরে অনুষ্ঠিত এক সভা শেষে এই নির্দেশনা দিয়েছেন নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম। এ সময় বিদেশি শিপিং কোম্পানির প্রতিনিধি ও বন্দর ব্যবহারকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম সভা শেষে গণমাধ্যমকে এসব নির্দেশনার বিষয়ে অবহিত করেন। তিনি বলেন, কোন বিদেশি শিপিং কোম্পানি করোনা পরিস্থিতিতে চলমান সাধারণ ছুটিকালীন সময়ে আমদানিকারকদের কাছ থেকে কন্টেইনারের ক্ষতিপূরণ মাশুল আদায় করতে পারবে না। যারা এই সময়ের মধ্যে ক্ষতিপূরণ আদায় করেছে তা সমন্বয় করে নেবে।
ওই বৈঠকে উপস্থিত শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক ক্যাপ্টেন আহমেদ সাহেদ চৌধুরী সাংবাদিকদের জানান, নৌপরিবহন অধিদপ্তরের এই সিদ্ধান্ত তারা শিপিং কোম্পানিগুলোর মূল মালিকপক্ষকে জানিয়ে দেবেন।
করোনাভাইরাস সংকটে কন্টেইনার জটের কারণে পণ্য খালাস বিলম্বিত হয়। এতে মাশুল বাবদ আমদানিকারকের বিপুল পরিমাণ ডলার পরিশোধ করতে হয়। ব্যবসায়ীরা যাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য এমন নির্দেশনা দিয়েছে নৌ পরিবহন অধিদপ্তর।