জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় ৭৪ জনের মৃত্যু: আসক
আইন ও সালিশ কেন্দ্র (আসক) কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, গত ১০ মাসে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় ৭৪ জনের প্রাণ গেছে।
স্বনামধন্য জাতীয় দৈনিক থেকে সংগৃহীত তথ্যের বরাত দিয়ে মানবাধিকার সংস্থাটি বলেছে যে, জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ৩৭৯টি রাজনৈতিক সহিংসতার ঘটনার খবর প্রকাশ হয়েছে।
এই ঘটনাগুলোতে মোট ৫ হাজার ২৫৪ জন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে ৩৪ জন ছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা ও সমর্থক, ২ জন বিএনপির নেতা-কর্মী এবং একজন সাংবাদিক।
এই সময়ের মধ্যে পুলিশের গুলিতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে আসকের প্রতিবেদনে বলা হয়েছে।
এছাড়াও, নিহতদের মধ্যে ২২ জন কোনো ধরনের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না।
চলতি বছরের জুনে শুরু হওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে ৪০ জন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে প্রতিবেদনে।
গত ১১ দিনে ৭ মৃত্যুও এই তালিকায় স্থান পেয়েছে। এর মধ্যে দুজন নিহত হয়েছেন সোমবার, আর পাঁচজন নিহত হয়েছেন আজ।
বেশিরভাগ প্রাণসংহারকারী ঘটনার জন্যই আওয়ামী লীগের দলীয় অন্তর্কোন্দলকে দায়ী করা হয়।
গত ২০ জুন প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ।
আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী ২৩ ডিসেম্বর ইউপি নির্বাচনের চতুর্থ ধাপের দিন ধার্য করেছে নির্বাচন কমিশন (ইসি)।