ডিজিটাল নিরাপত্তা আইনের কোন দরকার নেই: মির্জা আব্বাস
"কিসের ডিজিটাল নিরাপত্তা আইন? ডিজিটাল দেশ হতে পারে। এ রকম নিপীড়ক আইনের দরকার নেই। এ আইনে লেখক -সাংবাদিকদের আজ কারাগারে নিক্ষেপ করা হচ্ছে। আমরা এই কালো আইন বাতিল চাই", বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রেসক্লাবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ কর্মসূচিতে এ কথা বলেন।
তিনি আরও বলেন, "আমরা মুশতাকের মৃত্যুর আগেই কিশোরের মুক্তি চেয়েছিলাম, কিন্তু সরকার দেয়নি"।
শনিবার সকাল থেকেই জাতীয় প্রেসক্লাবের সামনে লেখক ও সাংবাদিক মুশতাক আহমেদ এবং সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে।
বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, "চাকরি রক্ষার্থে পুলিশ আজ স্বৈরতন্ত্রের লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে, বাকশাল বাহিনীতে পরিণত হয়েছে। এ পুলিশ জনগণের নিরাপত্তার জন্য,শুধু আওয়ামী লীগের জন্য নয়। এ দেশটা রাজতন্ত্র বা রানীতন্ত্রের নয়"।
তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন মুশতাকের মৃত্যু স্বাভাবিক, কিন্তু লেখক মুশতাককে হত্যা করা হয়েছে বলেই জনগণ বিশ্বাস করে।
প্রতিবাদ কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, 'স্বাধীনতাকে ফিরিয়ে আনতে হলে সকল শ্রেণী পেশার মানুষ এক কাতারে এসে রাজপথে নামতে হবে'।
প্রেসক্লাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন, পথচারীদের ব্যাপক তল্লাশি এবং পথে পথে নেতা-কর্মীদের আটকে দেয়ার অভিযোগ করেছেন বিএনপি নেতারা।
আজকের কর্মসূচিটির সভাপতিত্ব করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান; সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল।