ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সিপিবির বিক্ষোভ
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, লেখক মুশতাক হত্যার বিচার এবং মশাল মিছিল থেকে আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ( সিপিবি)।
শুক্রবার সকালে পল্টন মোড় থেকে বিক্ষোভ মিছিলটি জাতীয় প্রেসক্লাবের এসে এক সংক্ষিপ্ত সমাবেশে করে। পরে মিছিলটি পুনরায় পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
গ্রেপ্তারকৃত শিক্ষার্থী জয়িতা চক্রবর্তীর মা মমতা চক্রবর্তী বলেন, 'সরকারের গুন্ডা পুলিশ বাহিনী সেদিন ঢাবি ক্যাম্পাসে ছয়-সাতজন নারী শিক্ষার্থীকে লাঞ্চিত করেছে। অথচ শিক্ষার্থীদের নামেই মিথ্যা মামলা দিয়েছে। আমার মেয়ে ডিজিটাল নিরাপত্তা আইন নামক কালো আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে। আমি মনে করি আমার মেয়ে ন্যায্য কাজ করেছে। তাই আমি সবাইকে আহ্বান করি, গ্রেপ্তার শিক্ষার্থীদের পাশে দাঁড়ান।'
গ্রেপ্তারকৃত আরেক শিক্ষার্থী তানভীর হায়দার চঞ্চলের পিতা জিয়া হাসান দীপ্তি বলেন, 'আজ স্বৈরাচার আমার ছেলেকে জেলে পুরেছে, ৯০-এর দশকে ঠিক আমিও একইভাবে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে জেলে গিয়েছিলাম। তাই বর্তমান স্বৈরাচার সরকারকে বলেন চাই, আপনারা এই কালো আইন বাতিল করুন, গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তি দিন। অন্যথায় আপনাদের ক্ষমতা ছাড়তে হবে।'
সিপিবির সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম বলেন, 'রাতের আঁধারে এ সরকার ভোট করে ক্ষমতা দখল করে বসে আছে। এখন যাতে জনগণ এসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারে, সেজন্য ডিজিটাল নিরাপত্তা আইন করেছে।'
তিনি আরও বলেন, 'মুশতাক হত্যাকে স্বাভাবিকভাবে মেনে নেওয়া যায় না। মুশতাকের মৃত্যু একটি হত্যাকাণ্ড। এর বিচার করতে হবে। আটকদের শিক্ষার্থীদের মুক্তি দিতে হবে। এই কালাকানুন বাতিল করতে হবে।'
সিপিবির সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির বলেন, 'বিনা উস্কানিতে সেদিন পুলিশ মুশতাক হত্যার প্রতিবাদকারী শিক্ষার্থীদের লাঠিচার্জ করে। শিক্ষার্থীদের নামে মিথ্যা মামলা দিয়ে এখনো জামিন দেওয়া হচ্ছে। আমরা সরকারকে বলতে চাই, কোনো স্বৈরাচার এভাবে ক্ষমতায় থাকতে পারেনি। স্বৈরাচারের সরকার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি। এ সংগ্রাম চলবে।'