ডেঙ্গু: একদিনে আরও ২৩৩ রোগী হাসপাতালে
দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ২৩৩ জন নতুন ডেঙ্গু রোগীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জেন্সী সেন্টার ও কন্ট্রোল রুম এই তথ্য জানিয়েছে।
দেশে করোনার প্রকোপ কিছুটা কমলেও ডেঙ্গুর প্রকোপ কমছে না। গত প্রায় এক মাস ধরে প্রতিদিনই ২শ'র বেশি ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত রাজধানীতেই বেশিরভাগ রোগী পাওয়া গেছে বলে স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত প্রায় ১ হাজার ১৫০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ১ হাজার ৪ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং বাকিরা ঢাকার বাইরে আছেন।
নতুন রোগীর মধ্যে ২১৩ জনকে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশে চলতি বছরের জানুয়ারি থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ জন মারা গেছে বলে স্বাস্থ্য অধিদপ্তর নিশ্চিত করেছে।
জানুয়ারি থেকে প্রায় ১০ হাজার ৯০ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৮ হাজার ৮৯৫ জনকে সুস্থ হওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশে প্রথম ডেঙ্গু রোগী পাওয়া যায় ২০০০ সালে। ওই বছর ৯৩ জন মারা গিয়েছিল।