ঢাকার রাস্তায় প্রতিদিন চলে ৭ লাখ মোটরবাইক এবং ২.৮৭ লাখ ব্যক্তিগত গাড়ি: ডিটিসিএ
রাজধানীর রাস্তায় প্রতিদিন ৭ লাখ মোটরবাইক এবং ২.৮৭ লাখ ব্যক্তিগত গাড়ি চলাচল করে বলে জানিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।
শনিবার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে 'বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস' উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।
ডিটিসিএর তথ্য অনুসারে, বর্তমানে ঢাকার রাস্তায় প্রতিদিন নতুন ৪০টি ব্যক্তিগত গাড়ি নামছে।
রাজধানীতে চলাচলকারী এসব গাড়িতে নগরের মাত্র ১০ শতাংশ মানুষ যাতায়াত করতে পারে বলে জানান ডিটিসিএর নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান।
ক্রমবর্ধমান ব্যক্তিগত গাড়ির কারণে যানজট আরও বাড়ার আশঙ্কা করে তিনি বলেন, ‘যানজটের কারণে লাখ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং দূষণ বাড়ছে।’
মেট্রোরেল ও এক্সপ্রেসওয়ে অবকাঠামোর মতো বেশ কয়েকটি প্রকল্পের সমাপ্তির পর ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়া হবে বলে জানান রাকিবুর।
তিনি বলেন, বর্তমানে শহরের ৮০ শতাংশ যাত্রী ৫ কিলোমিটারের মধ্যে ভ্রমণ করেন। তাদের মধ্যে অর্ধেক আবার ২ কিলোমিটারের মধ্যেই ভ্রমণ করেন।
প্রসঙ্গত, নাগরিকদের ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে বরং সাইকেল, হাঁটা বা গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করতে সত্তরের দশকে ইউরোপে গাড়িমুক্ত দিবসের সূচনা হয়। ২০০৬ সাল থেকে বাংলাদেশে বেসরকারি উদ্যোগে দিনটি উদযাপন করা হচ্ছে।
এ বছর ‘সাইকেলে ও হেঁটে চলা নিরাপদ করি’ এই স্লোগানকে সামনে রেখে ৫৯টি সরকারি ও বেসরকারি সংস্থার সম্মিলিত উদ্যোগে দিবসটি উদযাপন করা হচ্ছে।
৫০ লাখ কর্মঘণ্টা নষ্ট
যানজটে ঢাকা শহরে নষ্ট হচ্ছে লাখ লাখ কর্মঘণ্টা। ২০১৭ সালের বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী, ঢাকা মহানগরীতে যানজটে প্রতিদিন ৩৮ লাখ কর্মঘণ্টা নষ্ট হয়। এরপর ২০১৮ সালে এডিবির এক প্রতিবেদনে বলা হয়, এই অঙ্কটি ৫০ লাখ কর্মঘণ্টা।
সম্প্রতি বুয়েটে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করে দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট ও রোড সেফটি ফাউন্ডেশন। ওই গোলটেবিলে যানজট বিষয়ে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন।
প্রতিবেদনে যানজটের কারণে সময় নষ্ট এবং আর্থিক ক্ষতির হিসাব তুলে ধরা হয়। মোয়াজ্জেম হোসেন বলেন, ঢাকায় যানজটের কারণে পিক আওয়ারে গণপরিবহনগুলোর গতিবেগ ঘণ্টায় ৫ কিলোমিটারে নেমে এসেছে, যেখানে হেঁটে চলার গড় গতিও ৫ কিলোমিটার। ফলে প্রতিদিন ৫০ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, যানজটে বছরে আর্থিক ক্ষতির পরিমাণ ৩৭ হাজার কোটি টাকা, যা জাতীয় বাজেটের ১১ ভাগের এক ভাগ। অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন বলেন, নগরীর যানজট যদি ৬০ শতাংশ কমানো যায় তবে ২২ হাজার কোটি টাকা বাঁচানো সম্ভব হবে।