নেত্রকোনায় আবারও দোকানপাট বন্ধ
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাবার আশঙ্কায় আজ শনিবার থেকে নেত্রকোনা জেলায় আবারও দোকানপাট বন্ধ করে দেয়া হয়েছে। জেলা প্রশাসক মঈনুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়। তবে ওষুধ, কাঁচাবাজার ও নিত্যপণ্যের দোকান এ নির্দেশের আওতামুক্ত থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'লকডাউন শিথিল করার কারণে বাজারে মাত্রাতিরিক্ত জনসমাগমের ফলে করোনা সংক্রমণ বেড়ে যাবার আশঙ্কা দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুধীসমাজ ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে পরামর্শক্রমে শনিবার থেকে পুনরায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলো। পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত এ অবস্থা চলমান থাকবে।'
এ ব্যাপারে যোগাযোগ করা হলে জেলা প্রশাসক মঈনুল ইসলাম বলেন, গণবিজ্ঞপ্তিটি আপাতত সারা জেলার জন্য প্রযোজ্য। তবে পরিস্থিতি বিবেচনায় করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত উপজেলা কমিটিগুলো স্থানীয়ভাবে অন্য কোনো ধরনের সিদ্ধান্তও গ্রহণ করতে পারবে।
সরকারি ঘোষণা মোতাবেক গত রোববার (১০ মে) থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সব দোকানপাট খুলে দেয়া হয়েছিল। কিন্তু ঈদকে সামনে রেখে ব্যবসাকেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়ের কারণে কোনোভাবেই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব হচ্ছিল না। তাই শুক্রবার জেলা প্রশাসক মঈনউল ইসলাম পুনরায় দোকান বন্ধের গণবিজ্ঞপ্তি জারি করেন।