নেত্রকোনায় দুই করোনা রোগী শনাক্ত
নেত্রকোনায় প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত দুই রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ নার্স। তার বয়স আনুমানিক ২৮ বছর। অপরজনের বাড়ি সদর উপজেলার মদনপুর বাজার সংলগ্ন লক্ষ্মীপুর গ্রামে। তার বয়স আনুমানিক ৫৫।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহসানুল কবীর রিয়াদ শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।
রোগী শনাক্ত হওয়ায় স্থানীয় প্রশাসন খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও লক্ষ্মীপুর গ্রাম লকডাউন ঘোষণা করেছে।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার নেত্রকোনা থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১৫ জন সন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এরমধ্যে দুজনের করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়।
শুক্রবার ময়মনসিংহের ল্যাব থেকে নেত্রকোনার সিভিল সার্জনের কার্যালয়ে রিপোর্ট পাঠানো হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এক রোগী নিজ বাড়িতে ও অন্যজন কর্মস্থলে অবস্থান করছেন।