ন্যায়বিচারের জন্য বহুদূর যেতে প্রস্তুত: শিপ্রা
৩১ জুলাই রাত ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান।
এ সময় গ্রেফতার করা হয় তার ডকুমেন্টারি তৈরীর সহযোগী ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিপ্রা দেবনাথ ও সাহেদুল ইসলাম সিফাতকে। তারা দুজনই জামিনে মুক্তি পেয়েছেন।
রোববার শিপ্রা ও সোমবার সিফাত জামান পান।
বাসায় ফিরে শিপ্রা একটি ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, 'ন্যায়বিচারের জন্য আমি বহুদূর যেতে প্রস্তুত। পরিবারের কাছে ফিরে এসেছি। আমাকে একটু সময় দিন।'
মানুষের সমর্থন ও সহানুভূতির জন্য ওই পোস্টে সবাইকে ধন্যবাদ জানান তিনি।
এদিকে, সোমবার রাজধানীতে র্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পরিচালক (আইন ও মিডিয়া) লে. কর্নেল আশিক বিল্লাহ জানিয়েছেন, তদন্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে 'স্পর্শকাতর তথ্য' দিয়েছেন শিপ্রা। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি।
র্যাব কর্মকর্তা বলেন, 'তিনি (শিপ্রা) সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বলেছেন, তা হচ্ছে, তিনি ন্যায়বিচার পেতে জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করবেন।'
এই মুহূর্তে মানসিকভাবে বিপর্যস্ত থাকায় এই মুহূর্তে শিপ্রা ও সিফাতের সঙ্গে পরে তদন্ত কর্মকর্তারা আবারও কথা বলবেন বলে জানান লে. কর্নেল আশিক বিল্লাহ।
উল্লেখ্য, মেজর (অব.) সিনহার ইউটিউব চ্যানেলের জন্য 'জাস্ট গো' নামে একটি ভ্রমণের ভিডিওচিত্র ধারণ করতে তার সঙ্গে কক্সবাজারে কাজ করছিলেন স্টামফোর্ডের তিন শিক্ষার্থী শিপ্রা, সিফাত ও তাহসিন রিফাত নূর।