পটুয়াখালীতে একটি মসজিদ লকডাউন
পটুয়াখালী সদর উপজেলার একটি মসজিদকে লকডাউন করে দিয়েছে প্রশাসন।
সোমবার সকালে তাবলীগ জামাতের একটি দল মসজিদটিতে আসলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। তাদের সবাইকে ওই মসজিদে কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
উপজেলা প্রশাসন ও স্থানীয়রা জানায়, বিভিন্ন জেলা থেকে ১৫ সদস্যের একটি তাবলীগ জামাতের দল সোমবার সকালে উপজেলার বসাক বাজারের বল্লভপুর দাখিল মাদরাসা সংলগ্ন মসজিদে আসলে স্থানীয়রা তাদের ফিরে যেতে বলে। কিন্তু তারা সেখান থেকে যেতে রাজী না হলে স্থানীয়রা প্রশাসনকে খবর দেয়।
খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতি এসে তাবলীগ জামাতের ৯ সদস্যকে সেখানে অবস্থান করতে দেখেন। পরে তিনি ওই মসজিদটি লকডাউন ঘোষণা করে সেখানে থাকা তাবলীগ জামাতের ৯ সদস্যকে ওই মসজিদেই কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেন।
ইউএনও লতিফা জান্নাতি বলেন, তাদের কারও শরীরে করোনা ভাইরাসের কোনও লক্ষণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে যেহেতু তারা বিভিন্ন জেলা থেকে এসেছেন এবং তাদের শরীরে এই ভাইরাস আছে কিনা তা নিশ্চিত না হওয়ায় তাদের সবাইকে মসজিদের ভেতরেই ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, যদি তাদের শরীরে সামান্যতম উপসর্গ দেখা যায় তবে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে তাদের পরীক্ষা করা হবে।
জেলা প্রশাসনের এই কর্মকর্তা বলেন, মসজিদের ভেতরে যারা আছেন তারা চাইলে সেখান থেকে আজান দিতে পারবেন। নামাজও পড়তে পারবেন। তবে বাইরে থেকে কেউ নামাজ পড়তে মসজিদে ঢুকতে পারবেন না।