পিকে হালদারের সহযোগী পিপলস লিজিং চেয়ারম্যান ও ইন্টারন্যাশনাল লিজিং- এর সাবেক এমডি গ্রেপ্তার
দেশের আর্থিক খাতে চাঞ্চল্যকর জালিয়াতির হোতা প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারকে অর্থপাচারে সহযোগিতা করার দুই প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরা হলেন, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (পিএলএফএস) এর চেয়ারম্যান উজ্জ্বল নন্দী এবং ইন্টারন্যাশনাল লিজিং এর প্রাক্তন প্রধান পরিচালক (এমডি) রাশেদুল হক।
দুদক সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার এক সংবাদ বিফিংয়ে এব্যাপারে নিশ্চিত করেন।
পিকে হাওলাদার দেশের একাধিক আর্থিকখাতের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ অর্থ জালিয়াতি করে গা ঢাকা দেন।
এর আগে তিনি অর্থ ফেরতদানের শর্তে দেশে ফিরতে চেয়েছিলেন। কিন্তু, হাইকোর্ট ফেরামাত্র গ্রেপ্তারের নির্দেশ দেওয়ায় পরবর্তীতে তিনি অসুস্থতার কারণ দেখিয়ে আর ফিরে আসেননি।
নানা সূত্রমতে, বর্তমানে তিনি কানাডার বেগম পাড়ার বাসিন্দা। দুদকের চলমান একটি তদন্ত অনুসারে, পিকে হালদার বিভিন্ন প্রতিষ্ঠান ও আর্থিক সংস্থা থেকে মোট ১১ হাজার কোটি টাকা জালিয়াতি আত্মসাৎ করেন। তবে তদন্তটি চলমান থাকায় শেষপর্যায়ে টাকার অঙ্ক আরও বাড়তে পারে।
আর্থিক সংস্থার মধ্যে, তিনি এবং তার সহযোগীরা আইএলএফএসএল থেকে ৩,৫০০ কোটি, এফএএস ফাইন্যান্স থেকে ২,২০০ কোটি, রিলায়েন্স ফাইন্যান্স থেকে ২,৫০০ কোটি এবং পিপলস লিজিং থেকে ৩ হাজার কোটি টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে।
দুদকের তদন্ত সূত্রে জানা যায়, এরমধ্যে এক হাজার কোটি টাকা পিকে হালদার কানাডা, সিঙ্গাপুর ও ভারতে পাচার করেছেন।