প্রত্যেকটা সত্যি বলব, একটু সময় দেন: শিপ্রা-সিফাত
টেকনাফে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ড সম্পর্কে যা যা জানেন সব কিছু বলবেন তবে তার আগে নিজেদের জন্য একটু সময় চেয়েছেন সিনহার সঙ্গী শিপ্রা দেবনাথ ও সাহেদুল ইসলাম সিফাত।
সোমবার (১০ আগস্ট) রাতে কক্সবাজারে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তারা এ কথা বলেন।
শিপ্রা দেবনাথ বলেন, "প্লিজ, প্রে ফর আস। সিফাত এবং আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আপনারা আমাদের পাশে ছিলেন, পাশে থাকবেন। আপাতত এতটুকুই বলার আছে। আমরা প্রত্যেকটা কথা বলব। প্রত্যেকটা সত্যি বলব। একটু সময় দেন। প্রচুর গুজব শোনা যাচ্ছে। আমরা বিভ্রান্তিমূলক নিউজ চাই না।"
একই সময় সাহেদুল ইসলাম সিফাত সাংবাদিকদের বলেন, "মানসিকভাবে শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থ আছি। আমার পায়ে গুলি লাগেনি। আশা করি সুষ্ঠু তদন্ত হবে। আমাদের একটু সময় দেন।"
গত ৩১ জুলাই রাত ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ সময় গ্রেপ্তার করা হয় মেজর সিনহার সঙ্গে থাকা শিপ্রা দেবনাথ ও সাহেদুল ইসলাম সিফাতকে। তারা দুজনই স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী।
মেজর হত্যার পর মাদকসহ তিন মামলায় সিফাত ও শিপ্রাকে পুলিশ গ্রেপ্তার করলেও ঘটনা মোড় নিলে তাতে ফেঁসে যান টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার মজুমদার এবং সিনহাকে গুলি করে হত্যার দায়ে অভিযুক্ত বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই লিয়াকত। র্যাবের তদন্তে থাকা একটি মামলায় ওই পুলিশ সদস্যদের গ্রেপ্তারের তিনদিন পর গতকাল সোমবার অন্য তিন মামলায় জামিনে মুক্তি পান এই দুই শিক্ষার্থী।